Elgar Parishad Case: আইনজীবী-সমাজকর্মী সুধা ভরদ্বাজের জামিনের বিরোধিতায় এনআইএ (NIA)। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তদন্তকারী সংস্থা। পয়লা ডিসেম্বর বম্বে হাইকোর্ট, নিম্ন আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুধা ভরদ্বাজের জামিনে সবুজ সঙ্কেত দিয়েছে। পুনের বিশেষ এনআইএ আদালত ক্রমেই বাড়িয়ে চলেছে এই সমাজকর্মীর জেল মেয়াদ। এনআইএ আইন মেনে এই এক্তিয়ার নেই বিশেষ আদালতের।
ইউএপিএ মামলায় অভিযুক্ত কোনও ব্যক্তির জেল মেয়াদ ৯০ দিনের বেশি নিম্ন আদালতের কোনও বিচারক বাড়াতে পারেন না। তাই আগামি ৮ ডিসেম্বর সুধা ভরদ্বাজকে সেই এনআইএ আদালতে হাজির করে শর্তাধীনে সহজাত জামিনের দিনক্ষণ স্থির করতে হবে। এমন নির্দেশ সাম্প্রতিক শুনানিতে দিয়েছে হাইকোর্ট।
এবার এই নির্দেশের বিরোধিতা করে এলগার পরিষদ মামলার তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতের দ্বারস্থ। এই মামলায় ধৃত ১৬ সমাজকর্মীর মধ্যে সুধা ভরদ্বাজ প্রথম, যিনি সহজাত উপায়েই জামিন পাবেন। মেডিক্যাল জামিনে চিকিৎসাধীন কবি-সমাজকর্মী ভারভারা রাও।
সম্প্রতি জেলবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গিয়েছেন স্ট্যান স্বামী। তবে, ভারভারা রাও-সহ সুধীর ধাওয়ালে, ভার্নন গঞ্জাল্ভেজ, রোনা উইলসন, সুরেন্দ্র গ্যাডলিং, সোমা সেন, মহেশ রাউত এবং অরুণ ফেরেরার জামিন না-মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন