/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/nia-759.jpg)
নয়া দিল্লি ও উত্তর প্রদেশের ১৬টি জায়গায় এদিন তল্লাশি অভিযান চালায় এনআইএ। ছবি: টুইটার।
আইএস জঙ্গিদের নতুন একটি মডিউলের খোঁজে এবার তৎপর হল এনআইএ। নয়া দিল্লি ও উত্তর প্রদেশের ১৬টি জায়গায় এদিন তল্লাশি অভিযান চালায় এনআইএ। এদিনের তল্লাশিতে ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, আইএস জঙ্গিদের নতুন একটি মডিউল ‘হরকত উল হারব এ ইসলাম’-কে নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
NIA: Conducting searches at 16 locations in Uttar Pradesh and Delhi in connection with a new ISIS module styled as 'Harkat ul Harb e Islam' pic.twitter.com/FAFvzwwzMf
— ANI (@ANI) December 26, 2018
আরও পড়ুন, কংগ্রেস শাসিত পাঞ্জাবে ‘কালিমালিপ্ত’ রাজীব গান্ধী, দুগ্ধস্নানে কলঙ্কমুক্তি
Visuals from Amroha where NIA is conducting searches in connection with a new ISIS module styled as 'Harkat ul Harb e Islam'. Searches are underway at 16 locations in Uttar Pradesh and Delhi. pic.twitter.com/aCp03AYRr6
— ANI UP (@ANINewsUP) December 26, 2018
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ওই সন্দেহভাজনরা। তাদের টার্গেট তালিকায় ছিল রাজধানীও। আটক ১০ জনের মধ্যে পশ্চিম উত্তর প্রদেশের আমরোহা জেলা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। বাকি ৫ জনকে আটক করা হয়েছে উত্তর-পূর্ব দিল্লি থেকে। আটকদের সন্দেহজনক গতিবিধির উপর গোয়েন্দারা বেশ কিছুদিন ধরেই নজরে রাখছিলেন বলে খবর।
এদিন সকাল থেকেই দিল্লি ও উত্তর প্রদেশের ১৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। শেষ খবর অনুযায়ী, এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।
Read the full story in English