/indian-express-bangla/media/media_files/2024/11/17/O9xhqiKTllDkKHgiNNl4.jpg)
নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান "দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার" ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Modi Nigeria Visit: নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান "দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার" ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নাইজেরিয়ার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী মোদীই হচ্ছেন বিশ্বের দ্বিতীয় হেভিওয়েট ব্যক্তিত্ব যাকে এই সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। এর আগে, ব্রিটেনের রানী এলিজাবেথ ১৯৬৯ সালে এই সম্মানে ভূষিত হন। ১৭ তম আন্তর্জাতিক পুরষ্কারের ঝুলি মোদীর কাঁধে। এর আগে ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিও প্রধানমন্ত্রী মোদীকে সেই দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করেছে।
বর্তমানে আফ্রিকার দেশ নাইজেরিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী। এই সময় নাইজেরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার পুরস্কার - দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার (GCON)পুরষ্কারে সম্মানিত করেছে। এর আগে একমাত্র রানী এলিজাবেথ এই সম্মান পেয়েছিলেন। এমন পরিস্থিতিতে মোদী হলেন দ্বিতীয় বৃহত্তম নেতা যিনি এই সম্মান পেলেন। ১৯৬৯ সালে রানী এলিজাবেথকে এই সম্মানে সম্মানিত করেছিল নাইজেরিয়া।
চোখের পলকে আঘাত হানবে হাইপারসনিক মিসাইল! পাকিস্তান-চিনের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত
Nigeria to honour Prime Minister Narendra Modi with its award- The Grand Commander of The Order of the Niger (GCON). Queen Elizabeth is the only foreign dignitary who has been awarded GCON in 1969. This will be the 17th such international award being conferred to PM Modi by a… pic.twitter.com/nOVKGyJr0a
— ANI (@ANI) November 17, 2024
প্রধানমন্ত্রী নাইজেরিয়া পৌঁছালে সেদেশের রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু মোদীকে স্বাগত জানান। মোদীর এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা করছেন আন্তর্জাতিক মহল। বিমানবন্দরে মোদী-মোদী স্লোগান ওঠে। সেদেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। এর একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ সময় প্রধানমন্ত্রীকে এক শিশুকন্যাকে আদর করতেও দেখা যায়। নাইজেরিয়া ছাড়াও প্রধানমন্ত্রী ব্রাজিল ও গিনি সফর করবেন।