Advertisment

করোনার দ্বিতীয় ঢেউতে ক্ষতবিক্ষত রাজধানী, নাইট কার্ফু জারি দিল্লিতে

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন দিল্লিতে করোনা বাড়লেও লকডাউনেরকোনও পরিকল্পনা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত কয়েক সপ্তাহ ধরেই রাজধানীতে সংক্রমণের দাপট বাড়ছে। এপ্রিলের শুরু থেকে এখনও পর্যন্ত রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১৭,৫৩২। মৃত্যু হয়েছে ৬৯ জনের। সংক্রমণের এই ভয়াবহতা রুখতে এবার কড়া পদক্ষেপের হাঁটলো কেজরিওয়াল সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লাগু হল নাইট কার্ফু। তবে, ওই সময়কালে জরুরি পরিষেবা চালু থাকবে

Advertisment

করোনার এই বাড়বাড়ন্তের মাঝে সোমবার দিল্লির পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করে কেজরিওয়াল প্রশাসন। তারপরই নাইট কার্ফু জারির জন্য মুখ্যমন্ত্রীর দফতরে প্রস্তাব পাঠনো হয়। নাইট কার্ফুর পাশাপাশি বাকি সময় স্বাস্থ্য বিধি মেনে চলা, দূরত্ব বিধি বজায় রাখা, আবশ্যিক মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন। রাতে বড় জমায়েত ও রেস্তোরাঁ, ক্লাব খোলার উপরও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন দিল্লিতে করোনা বাড়লেও লকডাউনেরকোনও পরিকল্পনা নেই। লকডাউন করে করোনা প্রতিরোধ করা যায় না বলে জানিয়েছিলেন তিনি। কেজরিওয়াল বলেছিলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমরা লকডাউনের বিষযে ভাবনাচিন্তা করছি না। আমি পরিস্থিতির উপর নজর রাখছি। সার্বিকভাবে মানুষের সঙ্গে আলোচনার পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

বড় জমায়েত এড়াতে গত বছর ৩১ ডিসেম্বর ও নববর্ষের দিন দিল্লিজুড়ে লকডাউন লাগু হয়েছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

New Delhi Night Curfew Corona India
Advertisment