Advertisment

কানাডায় গা ঢাকা খালিস্তানি নেতার খুনিরা, গ্রেফতার হতে পারে শীঘ্রই

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সেপ্টেম্বরে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ সামনে আনেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nijjer killing

সেপ্টেম্বরের শুরুতে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন দাবি করেছিলেন যে কানাডিয়ান গোয়েন্দাদের কাছে ভারতের রাষ্ট্রীয় এজেন্টদের সাথে হরদীপ নিজারের মৃত্যুর সাথে জড়িত বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তখন ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক খারাপ হয়েছিল। (ফাইল ছবি)

খালিস্তানি সন্ত্রাসবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এবার সামনে এসেছে বিরাট তথ্য।

Advertisment

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় একটি বড় তথ্য সামনে এসেছে। নিজ্জরকে হত্যায় অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে কানাডাতেই। কানাডার 'দ্য গ্লোব অ্যান্ড মেইল' তাদের প্রতিবেদনে জানিয়েছে যে খালিস্তানি সন্ত্রাসবাদী নিজ্জারকে হত্যার ঘটনায় জড়িতরা এখনও কানাডা ছেড়ে যায়নি। শিগগিরই তাকে গ্রেফতার করতে পারে কানাডিয়ান কর্তৃপক্ষ।

প্রকৃতপক্ষে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সেপ্টেম্বরে নিজার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ সামনে আনেন। তিনি বলেছিলেন যে নিজ্জারকে ভারতীয় এজেন্টরা খুন করেছে, যা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলেছে, ট্রুডোর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই বছরের ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের একটি গুরুদ্বারের বাইরে অজ্ঞাত হামলাকারীরা গুলি করে হত্যা করে হারদীপ সিং নিজ্জরকে।

'দ্য গ্লোব অ্যান্ড মেইল' তার প্রতিবেদনে বলেছে যে দুই সন্দেহভাজন কয়েক মাস ধরে পুলিশের নজরদারিতে ছিল। শীঘ্রই তাদের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গ্রেফতার করবে। প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারত সরকারের নিজ্জর খুনে জড়িত থাকার তথ্য প্রদান করবে।

ভারত ক্রমাগত বলে আসছে কানাডা খালিস্তানি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। কানাডায় বসে ভারতের বিরুদ্ধে বিষাক্ত বক্তব্য দিয়েছে খালিস্তানি সন্ত্রাসীরা। তবে এত কিছুর পরও কানাডা কোনো ব্যবস্থা নেয়নি। ভারত এমনকি নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছে।

Canada
Advertisment