scorecardresearch

বিষাক্ত গ্যাস লিক, ছটফট করে মৃত ১১, সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা

কী কারণে এই গ্যাস লিক হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

giaspur gas leak, giaspur deaths, ludhinana gas leak, ludhiana deaths, Ludhiana gas leak today, ludhiana news, punjab news, indian express

রবিবার সকালেই পাঞ্জাবের লুধিয়ানায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা! আবাসিক এলাকায় একটি কারখানা থেকে গ্যাস লিক হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গ্যাস লিকের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অনেকে বাড়িতে থাকলেও তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন। দশজনেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে লুধিয়ানা পুলিশের এক শীর্ষ আধিকারি বলেন, গ্যাস লিকের কারণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছে। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে এবং স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শ্বাসকষ্টের কারণে প্রায় ১০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই জীবন বাঁচাতে তাদের বাড়িঘর ছেড়েও চলে যান।

এসডিএম লুধিয়ানা পশ্চিম স্বাতি জানিয়েছেন, নিশ্চিতভাবেই এটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা লোকজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে।

বিধায়ক রাজিন্দরপাল কৌর গ্যাস লিকের ঘটনা যেখানে ঘটেছে তার ৩০০ মিটারের মধ্যে মানুষজন অজ্ঞান হয়ে পড়েছেন। অনেকের অভিযোগ করেছেন তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। কী কারণে এই গ্যাস লিক হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Nine dead 11 critical after gas leak in ludhianas giaspura rescue ops underway