New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/nicobar-islands-759.jpg)
ন'টি ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
কম্পনের তীব্রতা ছিল মাঝারি। রিখটার স্কেলে তিব্রতার মাত্রা ছিল ৪.৭ থেকে ৫.২, তাই ক্ষয় ক্ষতির পরিমান এড়ানো গেছে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি।
ন'টি ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
দু'ঘণ্টার মধ্যে পরপর ন'টি ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার সকাল ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পনটি হয়, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৯, এর কয়েক মিনিট বাদেই আরেকটি কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। শেষ কম্পনটি অনুভূত হয় সকাল ৬টা ৫৪মিনিটে যার কম্পনের তীব্রতা ছিল ৫.২।
আরও পড়ুন অন্তরাল থেকে অন্তরাত্মায় মওলানা আজাদ
দু'ঘণ্টার মধ্যে পরপর ন'টি ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তবে রিখটার স্কেলে তীব্রতার মাত্রা কম (৪.৭ থেকে ৫.২) থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো গেছে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি। কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।
এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তবে এত কম সময়ের ব্যবধানে পরপর ন'টি ভূমিকম্প এই প্রথম।
যদিও দিনে দু-তিন বার ভূমিকম্প এখানে নতুন কিছু নয়।
Read the full story in English