Advertisment

কিছু বুঝে ওঠার আগেই গুলিবৃষ্টি…! চলন্ত বাসে ভয়াবহ জঙ্গি হানা, মৃত কমপক্ষে ৮, আহত ২৬

বাসে জঙ্গি হামলায় ২ নিরাপত্তাকর্মী সহ মোট ৮ জন প্রাণ হারিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Pakistan, Pakistan news, Pakistan occupied Kashmir, Pakistan occupied Kashmir news, terrorist attack, terrorism in Pakistan, Terrorism in PoK, people killed, terrorists attack bus in Gilgit, Gilgit Baltistan, polce, Pakistan police, latest news, latest Pakistan news, latest world news"

কিছু বুঝে ওঠার আগেই গুলিবৃষ্টি...! চলন্ত বাসে ভয়াবহ জঙ্গি হানা,মৃত কমপক্ষে ৮, আহত ২৬

যাত্রীবাহী বাসে গুলিবৃষ্টি। ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৮ যাত্রীর। একই সঙ্গে এই হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন।

Advertisment

পাকিস্তানে যাত্রীবাহী বাসে জঙ্গি হামলা। এই হামলায় কমপক্ষে ৮জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা চলন্ত বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাসের বেশ কয়েকজন যাত্রী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাক-পুলিশ। এই হামলায় দুই পাক সেনা কর্মীও নিহত হয়েছেন। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের কাছে ঘটেছে এই ভয়াবহ হামলার ঘটনা।

ঘটনার কথা জানিয়ে পাক প্রশাসনের এক শীর্ষ আধিকারিক আরিফ আহমেদ জানান, বাসে জঙ্গি হামলায় ২ নিরাপত্তাকর্মীসহ মোট ৮ জন প্রাণ হারিয়েছেন এবং একজন সিভিল ডিফেন্স অফিসারসহ ২৬ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। আধিকারিক বলেন, এখনও পর্যন্ত পাঁচটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

Terrorist Attack pakistan
Advertisment