scorecardresearch

বুকফাটা কান্না, আর্তনাদ! ভুমিধসে মৃত্যুমিছিল মালয়েশিয়ায়

ভুমিধসের কারণে কমপক্ষে ২০ জনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, ১২ জনের মৃত্যু হয়েছে।

malaysia landslide

সাতসকালেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে ভুমিধসের কারণে কমপক্ষে ২০ জনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। মালয়েশিয়ার দমকল বিভাগ এই তথ্য জানিয়েছে। আজ শুক্রবার ভোর ৩টের নাগাদ ঘটে এই ভয়াবহ বিপর্যয়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের উত্তরে বাতাং কালি জেলার মনোরম পাহাড়ি অঞ্চল গেন্টিং হাইল্যান্ডসের পাশেই এক একর এলাক ভুমিধসের কবলে পড়ে। সে সময় ঘটনাস্থলে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ভূমিধসের খবর পেয়েই ত্রাণ-উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে কুয়ালালামপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে বাতাং কালিতে ক্যাম্প সাইটে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের সময় ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলেও জানান হয়। দমকল বিভাগের সূত্রে খবর ঘটনাস্থলে এখনও  প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে, যাদের ভূমিধসে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দমকল বিভাগের ডিজি নোরাজাম খামিস বলেন, ভূমিধসের পর ক্যাম্প সাইট থেকে  পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। ক্যাম্প সাইটের ৩০ মিটার উচ্চতায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে, এক একর এলাকা ভুমধসের কবলে পড়ে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Nine killed 25 missing after landslide hits campsite near malaysian capital