জমি নিয়ে গুলির লড়াই, উত্তরপ্রদেশে হত ৯

এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। এই সংখ্যা আরও বাড়তে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরপ্রদেশে বন্দুকযুদ্ধে মৃত ৯

উত্তরপ্রদেশে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রাণ হারালেন অন্তত ৯ গ্রামবাসী! বুধবার বিকেলে শোনভদ্রা জেলার উভা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলের ২৫ কিলোমিটার দূরে রয়েছে ঘোরাোয়াল পুলিশ স্টেশন।

Advertisment

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় বছর দু-য়েক আগে। গ্রামের প্রধান এক দত্ত ওই এলাকায় বেশ কিছুটা জমি কিনেছিলেন। তা নিয়ে সেই সময়ই আপত্তি জানিয়েছিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ। বুধবার বিকেলে গ্রামপ্রধান ওই জমির দখল নিতে গেলে বাধা দেন ওই গ্রামবাসীরা। দু-পক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। এক পর্যায়ে বিবাদ গড়ায় হাতাহাতিতে। দুই পক্ষই একে অন্যের দিকে ইঁট ছুঁড়তে শুরু করে। এরপর শুরু হয় গুলির লড়াই।

আরও পড়ুন, ‘বাম-ঘনিষ্ঠ পাঠক্রমে অবহেলিত হিন্দুত্ব’, এবিভিপি-র বিক্ষোভে পিছু হটল দিল্লি বিশ্ববিদ্যালয়

Advertisment

উত্তরপ্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) প্রবীণ কুমার জানান, ওই গ্রামের প্রধান ৯০ বিঘা জমি কিনেছিলেন। এদিন তিনি দলবল নিয়ে ওই জমির দখল নিতে আসেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকানোর চেষ্টা করেন। এরপর দু-পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। বারানসী জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ব্রিজ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। এই সংখ্যা আরও বাড়তে পারে।

Read the full story in English

uttar pradesh