Advertisment

করোনার দোসর নিপা, জ্বরে ভুগে প্রাণ গেল কিশোরের

২০১৮ সালেও এই রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ মহামারীর আকার নিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Nipah returns to Kerala, 12-year-old dead

নিপা ভাইরাস নিয়ে এই রাজ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে

একা করোনায় রক্ষে নেই দোসর এবার নিপা। কেরলের এর্নাকুলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ১২ বছেরর কিশোরের মৃত্যু ঘিরে আতঙ্ক চরমে উঠেছে গোটা রাজ্যে। কিশোরের শরীরে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে এই কিশোরের মৃত্যু হয়েছে। এমনিতেই করোনার সেকেন্ড ওয়েভে তছনছ ঈশ্বরের নিজের দেশ কেরল। এবার তার সঙ্গে যোগ হল নিপার দাপট।

Advertisment

জানা গিযেছে, ১২ বছরের ওই কিশোর কেরলের চোল্লুরের বাসিন্দা। শারীরিক অসুস্থতার দরুণ ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেটির শরীরের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষায় জানা যায়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে ওই কিশোর। এরপরেই আতঙ্ক ছড়ায় গোটা রাজ্যে। এমনিতেই এই মুহূর্তে করোনার সংক্রমণের বিদ্যুৎ গতি কেরলে। প্রতিদিন হাজার-হাজার মানুষ কেরলে করোনা আক্রান্ত হচ্ছেন, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। করোনার সঙ্গে এবার নিপা নিয়েও চরম আতঙ্ক ছড়িয়েছে এই রাজ্যে।

কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলায় ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রের তরফে একটি বিশেষ দল পাঠানো হয়েছে কেরলে। নিপা ভাইরাস মোকাবিলায় কেরল সরকারকে সাহায্য ও উপযুক্ত পরামর্শ দেবে কেন্দ্রীয় এই দল। এদিকে, রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ানোয় উদ্বেগে কেরল সরকারও। শনিবার রাতেই রাজ্য সরকার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন- দৈনিক সংক্রমণের ওঠানামা জারি, দেশে করোনামুক্তির হার ৯৭.৪২ শতাংশ

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, ''মৃতের সংস্পর্শে আসা কারও শরীরেই উপসর্গ দেখা যায়নি। তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিশোরের প্লাজমা, সিএসএফ এবং সেরামে সংক্রমণের হদিশ মেলে। চারদিন আগে প্রচণ্ড জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার আগের দিন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।'' এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন কান্নুর এবং মালাপ্পুরম জেলাকেও এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালেও কেরলের কোঝিকোড়ে ও মালাপ্পুরামে নিপা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kerala nipah virus Corona in Kerala
Advertisment