Advertisment

বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল নীরব মোদীর বাংলো

বাংলো থেকে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী নিলামে চড়ানো হবে। এর মধ্যে রয়েছে একটি বিলাসবহুল স্নানের সরঞ্জাম , একটি ঝাড়লণ্ঠন এবং একটি বুদ্ধমূর্তি। বুলডোজার দিয়ে বাংলো ভাঙার কাজ শুরু হলেও সময় সাপেক্ষ হওয়ায় মাঝপথেই থামিয়ে দেওয়া হয় তা।

author-image
IE Bangla Web Desk
New Update
nirav modi bunglow

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ২০০ কোটির জালিয়াতির দায়ে অভিযুক্ত নীরব মোদীর মহারাষ্ট্রের বাংলো গুঁড়িয়ে দেওয়া হল। সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে রায়গড়ের ডিসট্রিক্ট কালেক্টর বিজয় সূর্যবংশী।

Advertisment

ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)সম্পত্তি সরকারের হাতে তুলে দেওয়ার পর মুম্বই শহর থেকে ৯০ কিমি দূরে অবস্থিত  নীরব মোদীর বাংলো ধ্বংস করার সরকারি নির্দেশ দেন এক উচ্চপদস্থ আইএএস আধিকারিক।

মঙ্গলবার বাংলোর সমস্ত থাম খুলে নেওয়া হয় বিস্ফোরক বসানোর জন্য। সেই উদ্দেশ্যে অভিজ্ঞ একটি দল নিয়ে যাওয়া হয়।

আলিবাগের কিহিম সৈকতের বাংলোটিকে সিল করে দেওয়ার জন্য গত বছরই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইডিকে লেখা হয়েছিল।

আরও পড়ুন, ‘বালাকোট হানায় বিস্ফোরকের পরিমাণ ছিল ৭০-৮০ কেজি’

বাংলো থেকে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী নিলামে চড়ানো হবে। এর মধ্যে রয়েছে একটি বিলাসবহুল স্নানের সরঞ্জাম , একটি ঝাড়লণ্ঠন এবং একটি বুদ্ধমূর্তি। সূর্যবংশী জানিয়েছেন, সেসব ইডির হাতে তুলে দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি থেকে বুলডোজার দিয়ে বাংলো ভাঙার কাজ শুরু হলেও সময় সাপেক্ষ হওয়ায় মাঝপথেই থামিয়ে দেওয়া হয় তা।

২৭ জানুয়ারি ডঃ বাবাসাহেব আম্বেদকর টেকনিকাল ইউনিভার্সিটি একটি সমীক্ষা চালায়। অভিজ্ঞরা সমীক্ষার পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বাংলো গুঁড়িয়ে দেওয়ার পরামর্শ দেন।

Read the full story in English

Nirav Modi pnb scam PNB
Advertisment