প্রাণ ভিক্ষার আর্জি খারিজ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে পুনর্বিবেচনার আবেদন করল নির্ভয়া গণধর্ষণ ও হত্যার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মুকেশ সিং। রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন খারিজের পরই শনিবার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।
গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্ভয়ারকাণ্ডের দোষী অক্ষয় সিং ও বিনয় শর্মার প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেন। এর তিন দিন বাদে সর্বোচ্চ আদালতও তাদের আবেদন খারিজ করে দয়।
নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী মুকেশ(৩২), পবন গুপ্তা(২৫), বিনয় শর্মা(২৬) ও অক্ষয় সিং(৩১)।
দোষী মুকেশ সিংয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার শত্রুঘ্ন চৌহানের উদাহরণ দিয়ে বলেন, '৩২ নম্বর ধারা অনুশরণ করে আইনি প্রক্রিয়া পর্যালোচনার আবেদন করা হয়েছে। '
আরও পড়ুন: ফাঁসি দিতে প্রস্তুত তিহার, ‘শেষ সাক্ষাৎ ঠিক করুক আসামীরাই’
আসামীদের প্রাণ ভিক্ষার জন্য বা কিউরেটিভ পিটিশন দায়েরের জন্য প্রয়োজনীয় যেসব নথির প্রয়োজন তা জেল কর্তৃপক্ষ হস্তান্তর করছে না বলে এদিন দিল্লির এক আদালতে অভিযোগ করা হয়।
এদিন সকালেই দিল্লির একটি আদালত দোষীদের দায়ের করা একটি আবেদন নিষ্পত্তি করে যে অভিযোগ করে যে কারা কর্তৃপক্ষ দয়া ও নিরাময় আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করছে না। আদালত জানায়, দোষীদের আইনজীবি কর্তৃপক্ষের কাছ থেকে নথি পেতে পারে বলে আগেই জানানো হয়েছিল। তাই এই বিষয়ে আর নির্দেশের প্রয়োজন নেই।
আদালতের নির্দেশ অনুশারে আগামী ১লা ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়াকাণ্ডে চার দোষীর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হবে। তিহার জেলে চলছে প্রস্তুতি। তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, কড়া নজরে রাখা হয়েছে নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী মুকেশ(৩২), পবন গুপ্তা(২৫), বিনয় শর্মা(২৬) ও অক্ষয় সিংকে(৩১)।
Read the full story in English