/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/nirbhaya-1.jpg)
নির্ভয়াকাণ্ডের চার দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় কুমার শর্মা, অক্ষয় সিং। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
নির্ভয়ার অপরাধীদের ফাঁসি আগামী ৩ মার্চ। ওই দিন সকাল ৬টায় ৪ দণ্ডিতের ফাঁসি কার্যকর করা হবে। সোমবার এ মামলায় এমনই নির্দেশ দিল দিল্লি আদালত।
উল্লেখ্য, দু’দুবার নির্ভয়ার অপরাধীদের ফাঁসি প্রক্রিয়া রদ হয়েছে। প্রথমে ২২ জানুয়ারি, পরে ১ ফেব্রুয়ারি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় শেষমেশ স্থগিত হয়ে গিয়েছিল ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া।
A Delhi court has fixed the date of execution of 4 death row convicts in the Dec 2012 gangrape and murder case on 3 March at 6 am. @IndianExpress
— Anand Mohan (@mohanreports) February 17, 2020
আরও পড়ুন: শাহিনবাগের আন্দোলন অন্যত্র সরাতে মধ্যস্থতাকারী নিয়োগ সুপ্রিম কোর্টের
এদিন আদালতকে জানানো হয় যে, তিহার জেলে অনশনে বসেছে দোষী বিনয় শর্মা। জেলে বিনয়কে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয় আদালতে। তার মাথায় চোট রয়েছে বলে আদালতে জানান তার আইনজীবী। একইসঙ্গে জানানো হয়, সে মানসিকভাবে অসুস্থ। সে কারণে এখনই ফাঁসি কার্যকর করা যেতে পারে না। যদিও আদালত তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, আইন অনুযায়ী যেন তার যথাযথ যত্ন নেওয়া হয়। রাষ্ট্রপতির কাছে বিনয়ের ক্ষমাভিক্ষার আর্জি খারিজ হয়ে গিয়েছিল। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিনয়। গত সপ্তাহে বিনয়ের সেই আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন