নির্ভয়াকাণ্ডে নয়া মোড়। ৪ দোষীর বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হল নির্ভয়ার পরিবার ও রাজ্য সরকার। মঙ্গলবার চার ফাঁসির আসামীকে নোটিস দিয়েছে দিল্লির আদালত। এদিন আদালতে নির্ভয়ার বাবা-মা বলেন, দোষীরা আইন ব্যবস্থা নিয়ে উপহাস করছে। উল্লেখ্য, দু’দুবার নির্ভয়ার অপরাধীদের ফাঁসি প্রক্রিয়া রদ হয়েছে।
আরও পড়ুন: ‘হনুমানজির কৃপায় জিতেছি, স্ত্রীর জন্মদিনে কেক খেলাম, আপনাদেরও খাওয়াব’
এদিন, নির্ভয়ার অপরাধীদের বিরুদ্ধে নতুন করে মৃত্যুর পরোয়ানা জারির আর্জি জানানোর বিষয়ে সম্মতি দেয় দেশের শীর্ষ আদালত। এর আগে, নির্ভয়ার চার দোষীর বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আর্জি জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত।
আরও পড়ুন: ‘আই লভ ইউ’…স্ত্রীকে কেক খাওয়ালেন কেজরি
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)-এর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তুত ছিল তিহার জেল কর্তৃপক্ষ। কিন্তু আদালতের নির্দেশে শেষ মুহূর্তে পিছিয়ে যায় মৃত্যুদণ্ডের পরোয়ানা। এরপর দোষীদের তরফে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন