Advertisment

'একদিনে নয়, বিভিন্ন স্তরে আলোচনার পর কৃষি আইনের সিদ্ধান্ত হয়েছে'

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে কৃষকেরা যে আইনের বিরুদ্ধে লড়াই করছেন তা কৃষকদের সুবিধার জন্য আনা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বর্তমানে কৃষি আইনের প্রতিবাদে মুখর হয়েছে দেশের একাধিক প্রান্ত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা দিল্লিতে বিক্ষোভে মুখর হয়েছেন। এখনও কেন্দ্রের কোনও আবদনে সাড়া দেননি তাঁরা। একটাই দাবি এই আইন বলবৎ না করা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে কৃষকেরা যে আইনের বিরুদ্ধে লড়াই করছেন তা কৃষকদের সুবিধার জন্য আনা হয়েছে। এই আইন একদিনের সিদ্ধান্তে আনা হয়নি বহু আলোচনা, সর্ব পর্যায়ের বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

তবে অর্থমন্ত্রী জানিয়েছেন কৃষকদের সঙ্গে কথা বলতে রাজি কেন্দ্র এবং তিনি আশাবাদী নিশ্চয়ই এর কোনও সমাধান সূত্র বেরবে। হিন্দুস্তান টাইমস লিডারশীপ সামিটের ভিডিও কনফারেন্সিংয়ে নির্মলা সীতারমণ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে যাবতীয় পড়াশুনো করে নেন। বিভিন্ন পর্যায়ে অনেক দিন ধরে আলোচনা চলেছে। প্রতিটি দলে এই নিয়ে কথা বলেছে। তাঁদের ম্যানিফেস্টোতেও এর কথা বলা হয়েছে। এটা একদিনের বা একজনের সিদ্ধান্ত নয়।"

আরও পড়ুন, “এই মুহুর্তে সুবর্ণ সুযোগ হারাচ্ছে কংগ্রেস”, দায়িত্বের পাঠ শেখালেন নির্মলা!

প্রসঙ্গত বেশ কিছুদিন আগে কৃষি বিল প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে নির্মলা সীতারমণ বলেন, "কৃষি বিল নিয়ে যে এত বিক্ষোভ-প্রতিবাদ চলছে এতে আমি অবাক হয়নি। বরং আশাগত হয়েছি এটা দেখে যে কীভাবে ভুল ব্যাখ্যা চলছে। শুধুমাত্র স্টেকহোল্ডারদের থেকেই নয়, সাংসদদেরও মতামত নেওয়া হয়েছিল। আমি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে সাধুবাদ জানাবো কারণ তিনি সকলের সঙ্গে কথা বলে, মতামত নিয়ে মন্ত্রীসভায় এই বিলটি নিয়ে আসেন।"

অর্থমন্ত্রী বলেন, "যদি কোনও কৃষকের কোনও জিজ্ঞাসা থাকে, কথা বলতে চান তাহলে আমি খুশির সঙ্গে জানাচ্ছি যে কৃষিমন্ত্রী তাঁদের সঙ্গে বসবেন। খোলা মন নিয়ে একটি যুক্তিযুক্ত আলোচনা হতেই পারে। আমার মনে হয় তা থেকে নিশ্চয়ই কোনও সমাধান সূত্র বেরিয়ে আসবে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nirmala Sitharaman Farm Law
Advertisment