কোম্পানির টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করার অভিযোগে জাপানি গাড়ি নির্মাতা নিসান মোটরস লিমিটেডের চেয়ারম্যান কার্লস ঘোসনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা বিভাগ।
কোম্পানির তরফ জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে অভ্যন্তরীণ এক তদন্ত চলছিল। যাতে দেখা গেছে, তিনি কোম্পানির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এছাড়াও বেশ কিছু হিসাবের গোলমাল পাওয়া গেছে। যার ভিত্তিতে ঘোসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: গুজরাত দাঙ্গা মামলায় জাকিয়া জাফরির আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
সূত্রের খবর, জাপানের রাজধানী টোকিও থেকে ঘোসন গ্রেফতার হয়েছেন। তবে তাঁর গ্রেফতারের খবর নিশ্চিত নয়। কোম্পানির নিজস্ব এক বিবৃতিতে বলা হয়েছে, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের সমস্যায় ফেলার জন্য তারা ক্ষমা চাইছে।
তবে এই কর্মকান্ডে ঘোসনের নাম জ্বলজ্বল করলেও জড়িয়ে রয়েছেন কোম্পানির আরেক কর্মকর্তা, গ্রেগ কেলিক। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে তারা জাপানের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছে, একইসঙ্গে গ্রেগ কেলিকেও বরখাস্ত করার পরিকল্পনা করা হয়েছে।
১৯৯৯ সালে Renault কোম্পানিতে একটি নিয়ন্ত্রণমূলক অংশীদারি কিনে নেন ঘোসন, এবং ২০০১ সালে কোম্পানির সিইও নিযুক্ত হন। কয়েকদিন আগে অবধি সেই পদেই ছিলেন তিনি।
Read the full story in English