নিঠারি হত্যা মামলার প্রধান অভিযুক্ত সুরেন্দ্র কলিকে বেকসুর খালাস বলে ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট। নিঠারি হত্যার ঘটনা নয়ডার সবচেয়ে আলোচিত একটি খুনের মামলা। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়।
নিঠারি হত্যা মামলার মূল অভিযুক্ত সরেন্দ্র কোলিকে বেকসুর খালাস ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট। সোমবার আদালত এই নৃশংস খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সুরেন্দ্র কোলি এবং তার সহ-অভিযুক্ত মনিন্দর সিং পান্ধেরকে মুক্তি দেয়। সুরিন্দর কোলিকে মোট ১২টি মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। সবকটি মামলাতেই নিম্ন আদালতে তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল। সুরিন্দর কোলির সঙ্গী মণীন্দর সিং পান্ধেরকেও দুটি মামলা থেকে অব্যাহতি দিয়েছে এলাহাবাদ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
নিঠারি হত্যা মামলাটি দিল্লির সবচেয়ে আলোচিত হত্যা মামলা। এই গণহত্যা নয়ডার অন্যতম কুখ্যাত ঘটনা যা গোটা দেশকে নাড়া দেয় । এর আগে, গাজিয়াবাদ সিবিআই আদালত কোলি এবং পান্ধেরকে ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে বেশ কয়েকটি ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন ২০০৬ সালের ডিসেম্বরে নয়ডার নিঠারিতে একটি বাড়ির কাছে নর্দমা থেকে বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়। তদন্তে নেমে সিবিআই মোট ১৬টি মামলা দায়ের করে। যার সবকটিতেই কোলির বিরুদ্ধে প্রমাণ ধ্বংসের পাশাপাশি খুন, অপহরণ এবং ধর্ষণের অভিযোগ আনা হয়। এই ঘটনায় দুই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে।
সিবিআই তদন্তে নেমে জানতে পারে, এলাকার শিশুকন্যাদের চকোলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের পর তাদের খুন করা হত। তারপর দেহাংশ সিদ্ধ করে খাওয়া হতো এবং হাড়গোড় পুঁতে ফেলা হতো মাটিতে।