শনিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সংগঠিত হল নীতি আয়োগের পঞ্চম বৈঠক। বৈঠকে নীতি আয়োগ সভাপতি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন আগামী ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে।
বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল জল সংকট। সংকট কাটানোর বিকল্প ব্যবস্থা হিসেবে বৃষ্টির জল ধরে রাখার উপায় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
We’ve been having extensive and insightful deliberations in the 5th Governing Council meeting of @NITIAayog.
In my remarks, spoke of issues including poverty alleviation, creating jobs, eliminating corruption, combating pollution and more. pic.twitter.com/DBFrdxKxbs
— Narendra Modi (@narendramodi) June 15, 2019
‘সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ এই আদর্শকেই মূলমন্ত্র করে এগিয়ে যেতে হবে নীতি আয়োগকে”, বৈঠকের শুরুতেই বললেন প্রধানমন্ত্রী।
১৭ তম লোকসভার মেয়াদ শুরুর পর এদিনই ছিল নীতি আয়োগের প্রথম বৈঠক। নীতি আয়োগের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন, কমলনাথ, এইচ ডি কুমারস্বামী, অশোক গেহলত, পিনারাই বিজয়নের মতো BJP-বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: