/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/nitin-gadkari-759-new.jpg)
তাঁর প্রস্তাব অধিকাংশ সময়েই গৃহীত হয় না বলে আক্ষেপ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। রবিবার ফের নতুন প্রস্তাব দিলেন গড়করি। মূত্র থেকে ইউরিয়া তৈরির প্রস্তাব। দেশেই ইউরিয়া প্রস্তুত হলে বিদেশ থেকে আমদানি করতে হবে না ভারতকে। নাগপুর পুরসভার এক অনুষ্ঠানে এমনটাই বললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী।
উদ্ভাবনীর গুরুত্ব বোঝাতে প্রাকৃতিক বর্জ্য থেকে জৈব সার তৈরির উদাহরণ দিলেন মন্ত্রী। অনুষ্ঠানে মন্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের মূত্র থেকেও জৈব সার, অ্যামোনিয়াম সালফেট এবং নাইট্রোজেন তৈরি করা যায়।
"আমি বিমানবন্দরে মূত্র সংরক্ষণের কথা বলেছি। ইউরিয়া আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু সারা দেশ যদি মূত্র সংরক্ষণ করে, আর ইউরিয়া সংরক্ষণ করতে হবে না। এত গুণ রয়েছে মূত্রের, কিছুই ফেলা যাবে না", বললেন গড়করি।
"আমার ভাবনাগুলো অভিনব হওয়ায় অনেকেই আমার সঙ্গে সহযোগিতা করতে চান না", বললেন বেফাঁস মন্তব্য করে প্রায়শই শিরোনামে আসা মন্ত্রী।
আরও পড়ুন, ‘অপরাধীর মন বদলেছে’, কবিতা শুনে মৃত্যুদণ্ড লাঘব আদালতে
পুরসভার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, "পুরসভা আমাকে সাহায্য করবে না, কারণ সরকারও এমন ভাবেই প্রশিক্ষণ দেয়, যা তরুণ প্রজন্মকে কোনোদিকে না তাকিয়ে ষাঁড়ের মতো এক খাতে বইতে শেখায়"।
বছর কয়েক আগেও গড়করি একবার মূত্র নিয়ে কথা বলে শিরোনামে এসেছিলেন। জানিয়েছিলেন তিনি নিজের মূত্র সংরক্ষণ করে জৈব সার তৈরি করেন এবং দিল্লির সরকারি বাংলোতে সেই সার ব্যবহার করে বাগানও করেন"।
মানুষের চুল থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরির উদাহরণ দিয়ে নিতিন গড়করি বলেন, "নাগপুরে যথেষ্ট চুল না মেলায় আমায় তিরুপতি থেকে প্রতিমাসে পাঁচ ট্রাক চুল আনাতে হয়"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us