বিহারে আইনশৃঙ্খলার প্রশ্নে জেরবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনায় ইন্ডিগো এয়ারলাইন্সের আধিকারিকের খুনের ঘটনায় রাজ্যে বেলাগাম অপরাধ নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার মেজাজ হারালেন নীতীশ। সাংবাদিকদের পাল্টা বললেন, আপনারা কাকে সমর্থন করছেন? রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, আর সেটাই মানতে চাইছেন না মুখ্যমন্ত্রী। উল্টে নীতীশের প্রশ্ন, "স্বামী-স্ত্রী ১৫ বছর রাজত্ব করেছেন, তাঁরা কী করেছেন?"
এদিন নীতীশ মেজাজ হারিয়ে বলেন, "একটু অন্য রাজ্যগুলিতে যান। আপনি এত মহান মানুষ, আপনি কাকে সমর্থন করছেন? আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই, যাঁরা ১৫ বছর রাজত্ব করেছেন, স্বামী-স্ত্রীর রাজত্বে এত অপরাধ হত, আপনারা সেটা কেন তুলে ধরছেন না?" নাম না করে তিনি লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীকে কটাক্ষ করেছেন নীতীশ। এদিন তিনি সংবাদমাধ্যমের কাছে তিনি আবেদন করেন, পুলিশ-প্রশাসনকে নিয়ে নেতিবাচক কথা না বলতে। তিনি সাংবাদিকদের বলেন, "এটা জানার চেষ্টা করুন কে অপরাধ করেছে!"
आप किसके समर्थक है? मैं Direct आपसे पूछ रहा हूँ।
- सवाल दागते निष्पक्ष पत्रकार @manishndtv से नीतीश कुमार
तो क्या बिहार में पत्रकारिता करने के लिए नीतीश कुमार या भाजपा समर्थक होना आवश्यक है?
नीतीश कुमार कहते है जाकर विपक्ष से पूछो, पता करो आज से 50-100 वर्ष पहले क्या होता था? pic.twitter.com/5TFbwABQhA
— Sanjay Yadav (@sanjuydv) January 15, 2021
আরও পড়ুন অনড় দু’পক্ষই, কৃষক-কেন্দ্র বৈঠক ফের নিষ্ফলা
নীতীশের মেজাজ হারানোর প্রসঙ্গে পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী অপরাধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। সেই কারণে তিনি সাংবাদিকদের উল্টে প্রশ্ন করছেন, তাঁরা অপরাধী কে সেটা জানেন কি না।" প্রসঙ্গত, মঙ্গলবারই ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজরা রূপেশ সিংকে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে গুলি করে খুন করে। বিহার পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে আততায়ীর খোঁজ চালানো হচ্ছে।
दुर्भाग्यपूर्ण ब्रेकिंग न्यूज़:-
मुख्यमंत्री नीतीश कुमार ने हाथ उठा अपराधियों के सामने किया सरेंडर।
कहा, “कोई नहीं रोक सकता अपराध!” हड़प्पा काल में भी होते थे अपराध। ज़रा तुलना कर लीजिए।
उल्टा पत्रकारों से पूछ रहे है क्या आपको पता है कौन है अपराधी और वो क्यों करते है अपराध?
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 15, 2021
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন