G20 নৈশভোজে যোগ দেবেন নীতীশ কুমার, মনমোহন সিং, দেবগৌড়? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইন্ডিয়া বনাম ভারত নামকরণ দ্বন্দ্বের মধ্যে G20 নৈশভোজে অংশ নেবেন বলেই জানা গিয়েছে। এছাড়াও বিশেষ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবগৌড়াও।
G20 নৈশভোজের আমন্ত্রণ নিয়ে রাজনৈতিক ঝড় ওঠে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর করা এই আমন্ত্রণে প্রথাগত 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই পদক্ষেপের ফলে বিরোধী দলগুলি সরকারের কঠোর সমালোচনা করে। দেশের নাম পরিবর্তন করে ভারত করার চেষ্টা করার অভিযোগও সামনে আসে।
বির্তকের মধ্যেও কেন্দ্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবগৌড়াকেও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছে৷ তবে নৈশভোজে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি। এই নৈশভোজে প্রায় ৫০০ ব্যবসায়ী- নেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও নৈশভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শনিবার সকাল ১০.৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হবেন জেডি(এস) প্রধান। এর আগে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছিলেন যে তিনি শনিবার নৈশভোজে দিল্লি যাবেন। G20 নৈশভোজে যোগ দেওয়ার তৃণমূল প্রধানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি।
G20 শীর্ষ সম্মেলন, ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন। সদ্য উদ্বোধন হওয়া ভারত মন্ডপম, প্রগতি ময়দানে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে ‘রাজকীয় সাজে’ সেজে উঠেছে সভামঞ্চ।