Nizamuddin Markaz: নিজামুদ্দিন মার্কাজের গণ জমায়েতে নিষেধাজ্ঞা চাপিয়েছে সরকার। তালাবন্দি নিজামুদ্দিনের উপাসনাস্থল। গত বছর ফেব্রুয়ারি থেকে লাগু এই বিধি। সোমবার দীর্ঘ এই সরকারি ব্যবস্থার কারণ দর্শাল মোদী সরকার। দিল্লি ওয়াকফ বোর্ডের দায়ের করা এক আবেদনের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে কূটনৈতিক এবং আন্তঃসীমান্ত বাধ্যবাধকতা কাজ করেছে।‘
স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, ‘সেই জায়গা থেকে ১৩০০ বিদেশিকে উদ্ধার করা হয়েছিল এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যে মামলার প্রভাব আন্তঃসীমান্ত সম্পর্কে পড়েছে। পাসাপাশি প্রভাবিত হয়েছে অন্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক। তাই সিআরপিসির ৩১০-এর আওতায় সেই অংশকে সংরক্ষিত করা গুরুত্বপূর্ণ।‘
জানা গিয়েছে, সিআরপিসির ৩১০ ধারায় কোনও আদালতের বিচারক বা ম্যাজিস্ট্রেট পর্যায়ের কেউ সেই বিতর্কিত জায়গা পরিদর্শন করবেন। এমনকি, মার্কায নিজামুদ্দিন এই ঘটনায় অভিযুক্ত। তাই সেই বিতর্কিত অংশকে তালাবন্দি করে রাখা হয়েছে। এমনটাই আবেদনের জবাবে জানিয়েছে কেন্দ্র।
অতএব সিআরপিসির ৩১০ ধারায় বিতর্কিত এলাকাকে সংরক্ষিত রাখা জরুরি। যাতে আইনি পথে সমাধান পেতে কোনও সমস্যা না হয়। এমনটাই ওয়াকফ বোর্ডকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন