বিমানে চলছে না এসি। গলদঘর্ম অবস্থা যাত্রিদের। ঘাম মোছার জন্য যাত্রীদের টিস্যুপেপার এগিয়ে দিচ্ছেন এক বিমান সেবিকা। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভাইরাল রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সিনিয়র এক কংগ্রেস নেতা।
শনিবার পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং ব্রার (রাজা ওয়ারিং) চণ্ডীগড় থেকে জয়পুরে ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, এসি ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিতে হয় যাত্রীদের। এবং যাত্রীদের ঘাম মুছতে টিস্যু পেপার তুলে দেওয়া হয় যাত্রীদের হাতে।
শনিবার পাঞ্জাব কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং ব্রার (রাজা ওয়ারিং) তার "ইন্ডিগো বিমান 6E7261-এ চণ্ডীগড় থেকে জয়পুর ভ্রমণের সময় সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সকলের সঙ্গে সমাজ মাধ্যমে ভাগ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ফ্লাইটের যাত্রীদের জন্য এটি একটি ভয়ঙ্কর যাত্রা ছিল। ৯০ মিনিট এসি ছাড়াই বিমানের ভিতরে বসে থাকতে হয় যাত্রীদের।
এই বিষয়ে অভিযোগ করে, কংগ্রেস নেতা বলেছিলেন যে প্রথমে যাত্রীদের প্রচণ্ড গরমের মধ্যে প্রায় ১০-১৫ মিনিট বসিয়ে রাখা হয়। তারপরে এসি চালু না করেই বিমানটি চণ্ডীগড় থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি টুইট বার্তায় লিখেছেন “টেক অফ থেকে অবতরণ পর্যন্ত, এসি বন্ধ ছিল এবং সকল যাত্রীদের পুরো যাত্রাপথে প্রচণ্ড 'কষ্টে' পড়তে হয়েছিল। এয়ার হোস্টেস যাত্রীদের ঘাম মুছতে 'উদারভাবে' টিস্যু পেপার বিতরণ করেছিলেন," । ভিডিওতে যাত্রীদের টিস্যুপেপার দিয়ে ঘাম মুছতে দেখা যায়। তিনি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে (এএআই) ট্যাগ করেছেন এবং এয়ারলাইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে ইন্ডিগো ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির এটি দ্বিতীয় ঘটনা। একটি ইন্ডিগো ফ্লাইট দিল্লিতে উড়ে যাওয়ার জন্য শুক্রবার পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় যখন বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।