দেশের কোন অংশে বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস ও দেশবিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘জিরো-টলারেন্স’ নীতি আগামী দিনেও অব্যাহত থাকবে। দেশের যে কোন প্রান্তে বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ থাকবে। তিনি বলেন, যে কোন পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৫৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং রাজ্য পুলিশের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, ‘এনডিএ সরকার গত নয় বছরে অভ্যন্তরীণ সুরক্ষার চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবেলা করেছে। কাশ্মীরে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের বিস্তৃর্ণ অংশে জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্য ভাবে কমেছে।
অমিত শাহ বলেন, 'সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মানুষজন সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছে। তিনি বলেন, যে কোন দেশ তখনই উন্নতি করতে পারে যখন তার বিমানবন্দর, সমুদ্রবন্দর ও শিল্প প্রতিষ্ঠান নিরাপদ থাকে'।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এদিনের ভাষণে সিআইএসএফ-এর ভূয়ষী প্রশংসা করে বলেন, গত ৫৩ বছরের ইতিহাস এটা প্রমাণ করে দেশের সেবায় সিআইএসএফ কর্মীরা প্রশংসার দাবি রাখেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে পাঁচ হাজার বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য যদি অর্জন করতে হয়, তাহলে শিল্প নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আস্থা প্রকাশ করেছেন যে সিআইএসএফ ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবে।
শাহ এদিন বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে সিআইএসএফকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে কোনও খামতি রাখবে না। পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোকেও নিরাপত্তা প্রদানে সিআইএসএফের ভূমিকারও প্রশংসা করেন তিনি।