Advertisment

মোদী মন্তব্যে বিপাকে কুস্তিগীররা? আদালতে দিল্লি পুলিশের রিপোর্ট পেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ঙ্কর আক্রমণে এবার বিপাকে কিস্তিগীররা?

author-image
IE Bangla Web Desk
New Update
Brij Bhushan Singh,Delhi Police,Patiala House court,WFI Chief,Wrestlers,Wrestlers protest,Delhi police status report,Wrestlers hate speech

কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের এফআইআর নথিভুক্ত করার জন্য আদালতে একটি আবেদন করা হয়েছিল, যার ভিত্তিতে আদালত দিল্লি পুলিশের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠায়।

Advertisment

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলন এখনও চলছে, যদিও সরকারের সঙ্গে আলোচনার পর কুস্তিগীররা তাদের প্রতিবাদে আপাতত স্থগিত করেছে। এদিকে, কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার দাবিতে পদক্ষেপ শুরু হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) দিল্লি পুলিশ এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্টে 'অ্যাকশন টেকন রিপোর্ট' (এটিআর) পেশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, 'যন্তর মন্তরে বিক্ষোভের সময় কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোনো ঘটনা ঘটেনি'।

কুস্তিগীররা ২৩শে এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে আন্দোলনে বসেন। এদিকে এই সময়ই কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার আবেদন করা হয়। এই আবেদনে বলা হয়েছে যে 'কুস্তিগীররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রকাশ্যে তুলে ধরেছেন। ঘৃণামূলক বক্তব্যের আওতায় কুস্তিগীরদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি ওঠে এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্ট দিল্লি পুলিশকে ৯ জুনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে। শুক্রবার, দিল্লি পুলিশ নির্ধারিত সময়ের সীমার মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। এ মামলায় আগামী ৭ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত ।

পাতিয়ালা হাউস কোর্টে দাখিল করা রিপোর্টে, পুলিশ বলেছে কুস্তিগীরদের আন্দোলনের সময় ভাইরাল হওয়া যে ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সেখানে দেখা যাচ্ছে স্লোগানটি কিছু শিখ বিক্ষোভকারী দিয়েছিলেন। বজরং পুনিয়া বা ভিনেশ ফোগাট বা অন্য কোনও কুস্তিগীরকে এই ভিডিও ক্লিপে এমন কোনও স্লোগান দিতে দেখা যায়নি। তাই তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোন মামলা করা যাবে না। আদালতে দায়ের করা অভিযোগ খারিজ করতে হবে। এর পাশাপাশি, পুলিশ বলেছে দায়ের করা আরও দুটি অভিযোগের কনট প্লেস থানায় পাঠানো হয়েছে।

Delhi Police
Advertisment