Advertisment

দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি: স্বাস্থ্য়মন্ত্রক

''যদি দেশে গোষ্ঠী সংক্রমণ হত, তাহলে আমরাই প্রথম আপনাদের জানাতাম। কারণ, এজন্য় দেশবাসীকে আরও সতর্ক করতে হত''।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus outbreak, করোনাভাইরাস, করোনা, কোভিড ১৯, coronavirus covid 19, coronavirus cases india, coronavirus latest news india, করোনা, লকডাউন, coronavirus hydroxychloroquine, coronavirus quarantine camps, covid-19 deaths india, coronavirus testing india, india news, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া হু হু করে বাড়ছে। তবে এখনও দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ''যদি দেশে গোষ্ঠী সংক্রমণ হত, তাহলে আমরাই প্রথম আপনাদের জানাতাম। কারণ, এজন্য় দেশবাসীকে আরও সতর্ক করতে হত''।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্য়ু হয়েছে ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ৬৭৮। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৬৭৮০। দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ২০৬। এদিকে, করোনা মোকাবিলায় দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের পরিমাণ তিনগুণ রয়েছে। দেশে প্রায় ৩.৩৮ কোটি ট্য়াবলেট রয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: করোনা পরীক্ষায় গতি আনতে ড্রাগ প্রতিরোধী যক্ষারোগ নির্ণয়কারী যন্ত্র ব্যবহারে অনুমোদন আইসিএমআর-এর

করোনা পরীক্ষা দ্রুত করার লক্ষ্য়ে শুক্রবার ”ট্রুন্য়াট বেটা কভ’ পদ্ধতি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিএমআর।এদিন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬,০০২ পরীক্ষা করা হয়েছে। এর মধ্য়ে ০.২ শতাংশ পরীক্ষার ফল পজিটিভি পাওয়া গিয়েছে। রাজ্য়গুলিতে প্রায় ৯ লক্ষ এন-৯৫ মাস্ক রয়েছে বলে জানানো হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment