Advertisment

'ইগো নয়, খোলা মনেই আলোচনা চায় সরকার', কৃষকদের আবেদন কেন্দ্রের

কৃষি আইনের প্রতিবাদে দ্বিতীয় পর্যায়ের এবং আরও বৃহৎ আন্দোলনের ডাক দিলেন কৃষকরা। কৃষি আইন বাতিল না করলে দেশজুড়ে রেল রোকো কর্মসূচি নেবেন কৃষকরা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

দু'সপ্তাহের বেশি সময় পেরিয়েছে কৃষক আন্দোলনের, কিন্তু এখনও বরফ গলেনি। দু-পক্ষ চেষ্টা চালালেও সমঝোতায় আসতে পারেনি কেউই। বরং কৃষি আইনের প্রতিবাদে দ্বিতীয় পর্যায়ের এবং আরও বৃহৎ আন্দোলনের ডাক দিলেন কৃষকরা। কৃষি আইন বাতিল না করলে দেশজুড়ে রেল রোকো কর্মসূচি নেবেন কৃষকরা এমনটাই জানিয়েছেন কৃষক নেতা বুটা সিং।

Advertisment

যদিও বৃহস্পতিবার সরকারের তরফে ফের বৈঠকের ডাক দেওয়া হয়। প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ করে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাওয়ার আহ্বান জানান হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, "আমি এখনও কৃষক ইউনিয়নগুলিকে আর্জি জানাব যে পরবর্তী দফার প্রতিবাদ, বিক্ষোভের আগে আলোচনার মাধ্যমে এর একটা রফাসূত্র খুঁজতে।"

আরও পড়ুন, পরিকল্পিত হিংসা! নাড্ডার কনভয়ে হামলায় রাজ্য সরকারকে বিঁধলেন শাহ

মন্ত্রী আরও বলেন, "ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া ঠিক নয়। এখনও তো আলোচনা চলছে। বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনার সময়, সরকার কয়েকটি পয়েন্ট চিহ্নিত করেছিল যেগুলিতে তাঁরা (ফার্ম ইউনিয়ন) সম্মত হয়েছে। আমরা তাঁদের লিখিত প্রস্তাব দিয়েছি। যদি তারা মনে করেন যে প্রস্তাবটিতে তাদের কিছু পয়েন্ট নেই, তবে তাদের আলোচনা করা উচিত। প্রস্তাবের ভাষায় তাদের আপত্তি থাকলেও তাদের উচিত এটি নিয়ে আলোচনা করা। আমরা আলোচনার জন্য প্রস্তুত।"

কৃষিমন্ত্রী জানিয়ে দেন যে সরকারের কোনও ইগো নেই। বরং খোলা মনেই কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি তাঁরা। এদিকে, বুধবারই সরকারের তরফে দেওয়া ২০ পাতার প্রস্তাবনা খারিজ করে দিয়েছেন কৃষকরা। কৃষকনেতা বুটা সিং পাল্টা জানান প্রধানমন্ত্রী যদি তাঁদের আর্জি না শোনেন তবে তাঁরা দেশজুড়ে রেল অবরোধ শুরু করবেন।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Bill Farm Law Farmers Movement
Advertisment