Advertisment

হাতজোড় করে ক্ষমা চান জাভেদ আখতার-না হলেই ছবি প্রদর্শন বন্ধ, হুঙ্কার বিজেপি বিধায়কের

সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তালিবানদের সঙ্গে আরএস ও সঙ্ঘ পরিবারের তুলনা টেনেছিলেন এই প্রবীণ শিল্পী।

author-image
IE Bangla Web Desk
New Update
No film of Javed Akhtar will be screened until he apologises with folded hands warned BJP MLA Ram Kadam

জাভেদ আখতার, রাম কদম। ফাইল ছবি

হাতজোড় করে ক্ষমা চাইতে হবে প্রবীণ গীতিকার জাভেদ আখতারকে। না হলেই তাঁর সব ছবি মুক্তি আটকে দেওয়া হবে। নিদান দিলেন মুম্বইয়ের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদম। সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তালিবানদের সঙ্গে আরএস ও সঙ্ঘ পরিবারের তুলনা টেনেছিলেন জাভেদ আখতার। বিজেপি বিধায়কের দাবি, শিল্পীর মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যদের কাছে ক্ষমা চাইতেই হবে দেশের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারকে।

Advertisment

টুইটে করা একটি ভিডিও বার্তায় রাম কদম বলেছেন, "সত্যিই যদি আরএসএস-এর ভাবাদর্শ তালিবানের মতোই হয়, তা হলে কি উনি (জাভেদ আখতার) এই ধরনের মন্তব্য করতে পারতেন? এর জবাবই বলে দিচ্ছে যে তাঁর মন্তব্য কতটা ফাঁকা।" এরপরই বর্ষীয়ান শিল্পী ও তাঁর পরিবারকে নিশানা করেছেন ওই বিজেপি বিধায়ক। বলেছেন, "দেশের জন্য সঙ্ঘের যেসব কর্মী নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের কাছে ওনাকে হাতজোড় করে ক্ষমা চাইতেই হবে। না হলে মা ভারতীর মাটিতে তাঁর ও ওনার পরিবারের একটি ছবিও মুক্তি পাবে না।"

গত শুক্রবার এনডিটিভি-কে দেওয়া প্রায় ২৫ মিনিটের এক সাক্ষাৎকারে তালিবানের সঙ্গে আরএসএস ও ভিএইচপি-র তুলনা করেছিলেন জাভেদ আখতার। বলেছিলেন যে, "তালিবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তালিবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যাঁরা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতা কী আলাদা? এইসব সংগঠনের সদস্যদের আত্মদর্শণ করা উচিত।"

Read in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp RSS VHP Javed Akhtar Taliban
Advertisment