নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত মুকেশ কুমার সিংয়ের প্রাণভিক্ষা সংক্রান্ত রিভিউ পিটিশনের আর্জি বুধবার খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ দ্বারা নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তের প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানানো মুকেশ কুমার সিং-এর আবেদনের রায় সংরক্ষণ করেছিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ‘মন দিয়ে আবেদন দেখেননি’ এই মর্মে প্রশ্ন তুলেছিল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত মুকেশ সিং।
আরও পড়ুন: ২৫ হাজার ‘চাইল্ড পর্ন’ আপলোড হয়েছে পাঁচ মাসে, ভারতকে সতর্ক করল আমেরিকা
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুকেশ (৩২), পবন গুপ্ত (২৫), বিনয় শর্মা (২৬) এবং অক্ষয় কুমার সিংহ (৩১)-এর ফাঁসির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ। যদিও সে আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতেই আর্জি খারিজের প্রশ্ন তুলে রিভিউ পিটিশন দায়ের করে মুকেশ। মুকেশের আইনজীবীর বক্তব্য ছিল যে সব ঘটনা রাষ্ট্রপতির সামনে রাখা হয়নি।
শুধু রাষ্ট্রপতির বিরুদ্ধে নয়, আইনব্যবস্থার বিরুদ্ধেও প্রশ্ন তুলে মুকেশের আইনজীবীরা বলেন, যে মুকেশের ক্ষমাভিক্ষার আবেদন নাকচ হওয়ার আগেই তাকে নির্জন কারাগারে পাঠানো হয়েছিল, যা নিয়ম লঙ্ঘন করেছে। এ কথা মুকেশ নিজেও সুপ্রিম কোর্টের বেঞ্চকেও বলেছিলেন যে তাকে কারাগারে বারবার যৌন নির্যাতন করা হচ্ছে। যদিও এই আর্জি খারিজ করে দিয়ে কেন্দ্র বলেছে যে এইরকম জঘন্য অপরাধ যে করেছে তাকে দয়া দেখানোর কোনও প্রশ্নই নেই।
আরও পড়ুন: আঠারো থেকে চব্বিশ মাসের মধ্যে উত্তর-পূর্ব থেকে সেনা সরানোর পরিকল্পনা কেন্দ্রের
অন্যদিকে বুধবার অপর সাজাপ্রাপ্ত অক্ষয় কুমারও একটি কিউরেটিভ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। এখনও অবধি বিনয় ও মুকেশের দায়ের করা কিউরেটিভ পিটিশন ইতিমধ্যে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
Read the full story in English