Advertisment

বিশ্বকাপে ধর্মপ্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ? মিথ্যে রটনা, দাবি কাতারের

জাকির নায়েকের প্রত্যর্পণ চেয়ে মালয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
zakir_Nair

ধর্মপ্রচারক জাকির নায়েক

এবারের ফুটবল বিশ্বকাপ এই প্রথম আরব দুনিয়ায় হচ্ছে। আর, আরব দুনিয়া থেকেই ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আয়োজক দেশ কাতারে কড়া ইসলামি শাসন চলে। সেই সুবাদে বিশ্বকাপ শুরুর আগে ছড়িয়ে পড়েছিল, কাতার জাকির নায়েককে আমন্ত্রণ করেছে। এই জাকির নায়েক নামটার বিরুদ্ধে বহুদিন ধরেই সুর চড়াচ্ছে ভারত। কারণ, ধর্মপ্রচারের নামে সে কার্যত ভারত-সহ বিশ্বের বিভিন্ন অমুসলিম দেশে সন্ত্রাসের প্ররোচনা দিচ্ছে। তাই কাতার বিশ্বকাপে নায়েকের আমন্ত্রণ নিয়ে রীতিমতো হতভম্ব হয়ে পড়েছিল বিদেশ মন্ত্রক।

Advertisment

কারণ, বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বহুদিন ধরেই ভারত প্রথমদিকের দেশগুলোর অন্যতম। আর, ফুটবল বিশ্বকাপ বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার আসর। কারণ, বিশ্বের প্রায় সব দেশেই ফুটবল খেলা হয়। আর, সেই সব দেশের একের পর এক ম্যাচে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে তারা বিশ্বকাপের মঞ্চে সুযোগ পায়। সেখানে জাকির নায়েকের উপস্থিতি মানে গোটা বিশ্বকে সন্ত্রাসের সমর্থনে বার্তা দেওয়া।

স্বভাবতই কাতারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছে নয়াদিল্লি। কারণ, জাকির নায়েক বর্তমানে 'ওয়ান্টেড' অপরাধী। নায়েকের গ্রেফতারির জন্য ইন্টারপোলের কাছেও দরবার করেছে ভারত। এই ব্যাপারে নয়াদিল্লির প্রশ্নে কাতার জানিয়েছে, আমন্ত্রণ জানানোর অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। কাতারের এই বক্তব্য বৃহস্পতিবার নয়াদিল্লিতে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েক ভারতে 'ওয়ান্টেড' ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চায়।

আরও পড়ুন- শচীন পাইলট ‘বিশ্বাসঘাতক’, হাইকমান্ড তাঁকে মুখ্যমন্ত্রী করতে পারে না, দাবি গেহলটের

তারপর থেকেই সে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা। মালয়েশিয়ার ১৬ জন নিষিদ্ধ ইসলাম ধর্মপ্রচারকের অন্যতম জাকির নায়েক। চলতি বছরের মার্চে, স্বরাষ্ট্র মন্ত্রক নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারত ইতিমধ্যেই জাকির নায়েকের প্রত্যর্পণ চেয়ে মালয়েশিয়ার কাছে আবেদনও জানিয়েছে।

কাতারে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, ভারত তার বক্তব্য জানিয়েছে। সম্ভাব্য সবরকম ভাবেই কাতারকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, জাকির নায়েকের ব্যাপারে ভারতের মনোভাব ঠিক কীরকম। ইতিমধ্যেই ব্রিটেন এবং কানাডাতেও জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Read full story in English

Qatar Zakir Naik MEA
Advertisment