ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এবার কড়া মন্তব্য করলেন রাষ্ট্রসংঘ প্রধান। তিনি বলেন, গাজায় ইজরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি গুতেরেস বলেছেন যে তিনি গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধবিরতির জন্য রাষ্ট্র সংঘের প্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইজরায়েল। হামাসকে ধ্বংস করার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইজরায়েল ঘোষণা করেছে যে গাজার যুদ্ধ কেবল নিজের জন্য নয় বরং 'মুক্ত বিশ্বের জন্য একটি যুদ্ধ'।
আইডিএফ প্রধান হার্জি হালেভি একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন যে তার বাহিনী "আক্রমণের জন্য প্রস্তুত।" ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ইজরায়েল-গাজা সংঘাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ৭ই অক্টোবর সমগ্র মুক্ত বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। তিনি বলেন, 'উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কবার্তা। সেদিন, হামাস এবং ইসলামিক জিহাদের ১৫০০ এরও বেশি জঙ্গি দক্ষিণ দিক থেকে ইজরায়েলে অনুপ্রবেশ করেছিল। ১৪০০-এর বেশি নিরীহ নাগরিককে হত্যা করেছে। এই হামলায় ৪০০০ জনের বেশি আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড ISIS এর চেয়েও নিষ্ঠুর-বর্বর।
হামাস-ইজরায়েলের যুদ্ধে রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন যে হামাস 'কারণ ছাড়া' ইসরায়েল আক্রমণ করেনি। তার মন্তব্যে ক্ষুব্ধ ইজরায়েল। অবিলম্বে রাষ্ট্রসংঘ প্রধানের পদত্যাগ ও তার এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, সশস্ত্র সংঘাতে কোন পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। তিনি ইজরায়েলি বাহিনীর যেভাবে হামাস-শাসিত গাজা উপত্যকায় "নিরবিচ্ছিন্ন বোমাবর্ষণ" করে চলেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুতেরেস বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে। গাজায় যুদ্ধপরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকটময় সময়ে, আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে সংঘাত বৃদ্ধি পাওয়ার আগেই তা পরিত্যাগ করুন।" গুতেরেস বলেছেন যে তিনি গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন। জাতিসংঘের প্রধান অবিলম্বে যুদ্ধবিরতিরও আবেদন জানান।
সন্ত্রাসী সংগঠন হামাসের হামলার জবাবে গত ১৮ দিন ধরে গাজায় লাগাতার বোমাবর্ষণ করছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ইজরায়েলের নীরবছিন্ন বোমাবর্ষণকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।
রাষ্ট্রপ্রধানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইজরায়েলের বিদেশসচিব প্রশ্ন তোলেন, 'গুতেরেস কোন বিশ্বে বাস করেন, যিনি ইসজরায়েলের সামরিক পদক্ষেপ বন্ধ এবং সন্ত্রাসবাদী হামলার পালটা আক্রমণে ঘটনার বিরুদ্ধে যুদ্ধবিরতির আবেদন জানাচ্ছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইজয়েলের পদক্ষেপেকে বিশ্বের একাধিক দেশ সমর্থন করেছে'।
রাষ্ট্রসংঘ প্রধানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন যে গুতেরেস রাষ্ট্রসংঘের মতো একটি সংস্থার নেতৃত্ব দিতে সক্ষম নন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “রাষ্ট্রসংঘের মহাসচিব, হামাসের পক্ষে দাঁড়িয়ে মন্তব্য করছেন। যারা ইজরায়েলের নাগরিকদের নির্মম ভাবে হত্যা করেছে। যাদের জঘন্য অপরাধে কেঁপে উঠেছে তামাম বিশ্ব। তাদের প্রতি তিনি সহানুভূতিশীল। ইজরায়েলে শিশু, নারী ও বৃদ্ধদের গণহত্যা সত্ত্বেও তিনি হামাসের প্রতি নম্রতা দেখাচ্ছেন” ।