Advertisment

ভারতে কেউ খালি পেটে ঘুমোবে না, আর মাত্র ১০ হাজার দিন- তবে...: গৌতম আদানি

লক্ষ্য কঠিন, কিন্তু অসম্ভব নয় বলেই দাবি আদানির।

author-image
IE Bangla Web Desk
New Update
No one will go to bed empty stomach in India Gautam Adani

শিল্পপতি গৌতম আদানি।

আর মাত্র ২৮ বছর। এর মধ্যে পরিকল্পনা অনুসারে ভারতীয় অর্থনীতি ৫০ ট্রিলিয়ান মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁলে এ দেশের কেই না খেয়ে রাতে ঘুমোতে যাবেন না। এমনটাই আশা বিশ্বের অন্যতম ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির।

Advertisment

সুমুদ্র বন্দর থেকে বিমান বন্দর, শক্তি উৎপাদন থেকে সরবরাহ। নানা ব্যবসা করে থাকে আদানি গোষ্ঠী। যার কর্ণধার গৌতম আদানি। তিনি টাইমস গ্রুপ আয়োজিত 'ইন্ডিয়ান ইকোনমিক কনক্লেভ' অনুষ্ঠানে বলেছেন যে, 'আমরা ২০৫০ সাল থেকে প্রায় ১০ হাজার দিন দূরে রয়েছি। আশা করি এই সময়ের মধ্যে, ভারতীয় অর্থনীতিতে প্রায় ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সংযুক্ত হবে। এর ফলে দৈনিক জিডিপিতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার করে যোগ হবে। আশা করি যে এই সময়ের মধ্যে, আমরা সমস্ত ধরণের দারিদ্র্যকে নির্মূল করব।'

২০২১ সালে আদানি তাঁর সম্পদ ৪৯ বিলিয়াম মার্কিন ডলার বৃদ্ধি করেছে। যা বিশ্বের দুই ধনীতম ব্যক্তি ইলন মাস্ক ও জেফ বেজসের থেকে বেশি। ২০২১ সালে আদানিদের মোট সম্পদের পরিমান ৮১ বিলিয়াম মার্কিন ডলার। গৌতম আদানির আশা, আগামী ১০ হাজার দিনে ভারতীয়রা একযোগে চাইলে দেশের অর্থনীতি সত্যিই ৫০ ট্রিলিয়ান মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারে।

যদি পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি বৃদ্ধি পায়, তবে এর অর্থ এইও হতে পারে যে এই ১০ হাজার দিনের মধ্যে স্টক মার্কেটগুলি প্রায় ৪০ ট্রিলিয়ন মার্কিন ডলার মূলধন যোগ করবে। ফলে ২০৫০ সাল পর্যন্ত প্রতিদিন ৪ বিলিয়ান মার্কিন ডলার ভারতীয় অর্থনীতিতে যোগ হবে।

নিজের বক্তব্যের শেষে আদানি বলেছেন যে, '১.৪ বিলিয়ন মানুষের জীবনকে উন্নীত করা স্বল্পমেয়াদে ম্যারাথনের মতো মনে হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে একটি স্প্রিন্ট।'

বিশ্বব্যাঙ্ক এ দেশের দারিদ্র্যের উপর তার সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে যে, ভারতে ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে চরম দারিদ্র ১২.৩ শতাংশ পয়েন্ট কমেছে - যা ২০১১ সালে ২২.৫ শতাংশ থেকে ২০১৯ সালে ১০.২ শতাংশে দাঁড়িয়েছে৷

Read in English

Adani indian economy Goutam Adani
Advertisment