Advertisment

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে ভারতের মধ্যস্থতায় আপত্তি নেই, জানালেন রুশ বিদেশমন্ত্রী

ভারত সফরে এসে প্রথমে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
No one will oppose if India backs such a process, Russian Foreign Minister Lavrov on Ukraine mediation

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রুশ বিদেশমন্ত্রী লাভরভ।

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে ভারত মধ্যস্থতা করলে কারও কোনও আপত্তি নেই, ভারত সফরে এসে একথা স্পষ্ট করে জানালেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মলনেও ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছেন রুশ বিদেশমন্ত্রী।

Advertisment

শুক্রবারই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে সস্তায় তেল বিক্রি নিয়ে আলোচনা চলে দু'পক্ষের মধ্যে। রাশিয়ার বিদেশমন্ত্রী বলেন, 'ভারত কিছু কিনতে চাইলে আমরা তা নিয়ে আলোচনা করব।' ভারত যেমন রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার দাবি জানায়, তেমনই মস্কোর দাবি, দ্বিপাক্ষিক লেনদেনে রুবেলের ব্যবহার। জানা গিয়েছে, লাভরভের এই দাবিতে সাড়া দিয়েছে ভারত। দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের পর উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য রুবেল-রুপি ব্যবহারে আগ্রহী বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এদিকে, এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রুশ গোলায় তছনছ ইউক্রেনের বিভিন্ন প্রান্ত। রুশ গোলাবর্ষণে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পারমানবিক কেন্দ্রগুলিও। এক মাসেরও বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসনের জেরে জেলেনস্কির দেশে মৃত্যু মিছিল।

সেনা-পুলিশের পাশাপাশি অনবরত রকেট হামলা, গুলি বৃষ্টিতে কাতারে কাতারে নিহত হচ্ছেন সাধারণ নাগরিকরাও। দ্বন্দ্ব মেটাতে দফায় দফায় আলোচনার টেবিলে বসেছে রাশিয়া-ইউক্রেন। তবে এখনও অধরা রফাসূত্র। তবে ইউক্রেনের অভিযোগ আলোচনার টেবিলে বসেও ইউক্রেনে হামলা জারি রাখে রাশিয়া।

ইউক্রেনে আগ্রাসন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের তাবড় দেশ। রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে সুর চড়া করেছে অধিকাংশ সদস্য দেশ। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করলেও রাষ্ট্রসংঘের মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরতই থেকেছে ভারত। এবার ভারত সফরে এসে সেই রাশিয়াই ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের প্রসঙ্গ টানল। রুশ বিদেশমন্ত্রী লাভরভ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা নিলে বা সমস্যা সমাধানে এগিয়ে এলে তাদের আপত্তি নেই।

আরও পড়ুন- সস্তায় রাশিয়ার থেকে তেল কিনবে ভারত, সম্মতির ইঙ্গিত পুতিনের মন্ত্রীর

রাশিয়ার বিদেশমন্ত্রী বলেন, ''ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। যদি ভারতকে সেই ভূমিকা পালন করতে দেখা যায়, যা সমস্যার সমাধান আনবে বা আন্তর্জাতিক সমস্যাগুলির প্রতি ন্যায্য এবং যুক্তিযুক্ত বিচার করবে তবে এই জাতীয় প্রক্রিয়াকে সমর্থন করা যেতেই পারে।"

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু থেকেই উদ্বেগে ভারত। আলোচনার মাধ্যমেই যাবতীয় সমস্যার সমাধান চায় নয়াদিল্লি। ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ভারত। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি, ২ এবং ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেনস্কিরও সঙ্গেও দু'বার কথা বলেছেন মোদী। গত সপ্তাহেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, ইউক্রেন সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান "অনড় এবং ধারাবাহিক"। ইউক্রেনে হিংসা বন্ধে যাবতীয় চেষ্টা জারি রেখেছে ভারত।

Read full story in English

Russia-Ukraine Conflict Russia-Ukraine Row S jaishankar India modi
Advertisment