বন্দে ভারত ট্রেনের নয়া রঙ নিয়ে ইতিমধ্যেই রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন বিরোধীরা। বন্দে ভারত ট্রেনের গেরুয়া রঙ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নতুন বন্দে ভারত ট্রেনের গেরুয়া রঙ নিয়ে বিতর্কের মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বৈজ্ঞানিক চিন্তাভাবনার ভিত্তিতে রং নির্বাচন করা হয়েছে। বন্দে ভারত ট্রেনের গেরুয়া রঙের পিছনে রাজনীতির কথা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, মানুষের চোখে সবচেয়ে পড়ে হলুদ ও গেরুয়া দুটি রঙ। ইউরোপে, প্রায় ৮০ শতাংশ ট্রেন হয় গেরুয়া বা হলুদ এবং গেরুয়ার সংমিশ্রণ।
বৈষ্ণব বলেন, এর পেছনে কোন রাজনীতি নেই এবং এটি শতভাগ বৈজ্ঞানিক চিন্তার ফল। তিনি আরও বলেন, এ কারণেই বিমান ও জাহাজের ‘ব্ল্যাক বক্স’ গেরুয়া রঙের হয়। এমনকি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যে উদ্ধারকারী নৌকা এবং লাইফ জ্যাকেটগুলি ব্যবহার করে সেগুলিও গেরুয়া রঙের।
ভারতীয় রেলওয়ে ২৪ সেপ্টেম্বর কেরলেরর কাসারগোদ এবং তিরুবনন্তপুরমের মধ্যে তার প্রথম গেরুয়া-ধূসর বন্দে ভারত ট্রেন চালু করেছে। কাসারগোদ-তিরুবনন্তপুরম বন্দে ভারত ছিল দেশের ৩১ তম বন্দে ভারত ট্রেন।