Advertisment

‘সিএএ-তে সাংবিধানিক বৈধতা লঙ্ঘনের প্রশ্নই নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

১২৯ পাতার হলফনামায় কেন্দ্র সরকার উল্লেখ করেছে, সিএএ ‘বৈধ’। একইসঙ্গে জানানো হয়েছে নয়া আইনে সাংবিধানিক বৈধতা লঙ্ঘনের কোনও প্রশ্নই নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘সংশোধিত নাগরিকত্ব আইনে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি’, সিএএ-র সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র। ১২৯ পাতার হলফনামায় কেন্দ্র সরকার উল্লেখ করেছে, সিএএ ‘বৈধ’। একইসঙ্গে জানানো হয়েছে নয়া আইনে সাংবিধানিক বৈধতা লঙ্ঘনের কোনও প্রশ্নই নেই। এদিন হলফনামা পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর বি সি জোশি।

Advertisment

আরও পড়ুন: বিচারব্যবস্থার নিরপেক্ষতা-আদর্শের সঙ্গে আপস করেছেন রঞ্জন গগৈ: অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়েন জোসেফ

জানা গিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কমপক্ষে ১৪৩টি আবেদন জমা পড়েছে আদালতে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সিএএ সংবিধান বিরোধী। আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদরা, এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজস্থান সরকারও।

আরও পড়ুন: ‘অপরাধের দিন দিল্লিতেই ছিলাম না’, আদালতে দাবি নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত মুকেশের

সিএএ বিরোধিতায় গর্জে উঠেছে গোটা দেশ। সিএএ পাসের পরই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কয়েকদিন আগেই সিএএ-কে ঘিরে সংঘর্ষে রক্তাক্ত হয় দিল্লি। কলকাতার পার্ক সার্কাস ও দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধিতায় অবস্থান বিক্ষোভ অব্যাহত। কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

caa
Advertisment