বারণসী জেলা আদালত হিন্দুপক্ষকে মসজিদে পুজো করার অনুমতি দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদকে বলেছে যে, বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে হলে তাদের এলাহাবাদ হাইকোর্টে যেতে হবে। এরপরই মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়।
তবেজ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের বেসমেন্টে পুজো শুরু করার বারাণসী আদালতের আদেশের বিরুদ্ধে মুসলিম পক্ষের আবেদনের উপর শুক্রবার এলাহাবাদ হাইকোর্টে শুনানি হয়। এদিকে, হাইকোর্ট পুজোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে। এই মামলার পরবর্তী শুনানির দিন ৬ ফেব্রুয়ারি ধার্য করে আদালত। মুসলিমপক্ষদের হয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট সৈয়দ ফরমান আহমেদ নকভি।
বারাণসী আদালতের নির্দেশের পর জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে শুরু হয়েছে পুজো-পাঠ। আদালতের নির্দেশের বিরুদ্ধে গভীর রাতে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করে, যা খারিজ হয়ে যায়। শীর্ষ আদালত মসজিদ কমিটিকে হাইকোর্টে যাওয়ারও নির্দেশ দেন। এদিনের শুনানিতে মসজিদের বেসমেন্টে পুজো-পাঠের বারাণসী জেলা আদালতের নির্দেশ বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত উত্তর প্রদেশের অ্যাডভোকেট জেনারেলকে আইনশৃঙ্খলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি বারাণসী জেলা আদালতে এএসআই রিপোর্টেরও শুনানি হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে জায়গাটি সংরক্ষণ করতে বলেছে হাইকোর্ট। উল্লেখ্য সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মুসলিম পক্ষ।