Advertisment

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয়নি, সংসদে জানাল সরকার

তথ্যে এও বলা হয়েছে যে এলবিএ-র সংখ্যা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে সরকার সবচেয়ে বেশি নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান থেকে আগতদের।

author-image
IE Bangla Web Desk
New Update
No religion break-up of citizenship granted

সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ভারতে মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সংশয় নিয়ে অশান্ত হয়েছে দেশের একাধিক প্রান্ত। আইন পাসের সময় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানিয়েছিলেন গত পাঁচ বছরে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত ৫৬৬ জন মুসলিমদের নাগরিকত্ব দিয়েছে এই দেশ। বুধবার শাহসুরেই তাঁর মন্ত্রক সংসদে জানায় যে কোনও অনুমোদিত নাগরিকত্ব প্রাপকদের ধর্ম না দেখেই ভারতীয় নাগরিকত্ব তাঁদের হাতে তুলে দিয়েছে মোদী সরকার।

Advertisment

আরও পড়ুন: ভারতে বাড়ছে করোনা, বিদেশি যাত্রীদের উপর কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

সংসদে এও বলা হয় যে ২০১৪ সাল থেকে উপরিউক্ত তিনটি দেশ এবং শ্রীলঙ্কা, মায়ানমার থেকে আসা মোট ১৯ হাজার নাগরিকদেরও ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের রাজ্যসভায় যে তথ্য দিয়েছেন সেই অনুসারে, ২০১৪ সাল থেকে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত মোট ১৮,৯৯৯ জনের মধ্যে ১৫,০০০ জনের বেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের। তবে এর কারণ হিসেবে দেখানো হয়েছে ছিটমহল বিনিময়কে। ২০১৫ সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুসারে (এলবিএ) বাংলাদেশ থেকে আগতদের সংখ্যা বৃদ্ধি পায়। তথ্যে এও বলা হয়েছে যে এলবিএ-র সংখ্যা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে সরকার সবচেয়ে বেশি নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান থেকে আগতদের।

আরও পড়ুন: ‘গোলি মারো’ স্লোগানকাণ্ডে কলকাতায় গ্রেফতার আরও দুই

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এরই মধ্যে ২৯৩৫ জন পাকিস্তানি, ৯১৪ জন আফগান, ১১৩ জন শ্রীলঙ্কান এবং একজন মায়ানমারের থেকে আগতদের নাগরিকত্ব দিয়েছে মোদীর সরকার। প্রসঙ্গত, এই সব দেশের নাগরিকদের ধর্মভিত্তিক নাগরিকত্ব দেওয়া হয়েছে কি না সেই সব বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের কাছে জানতে চান কেরালার সিপিআই সদস্য কে সোমাপরসাদ। তাঁর উত্তরে মন্ত্রী এদিন জবাব দেন, "নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রেকর্ড রাখা হয়েছে সেকশন ৫ এর অধীনে। তবে অবশ্যই তা ধর্ম ভিত্তিক সংরক্ষণ করে রাখা হয়নি।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah caa
Advertisment