ইউক্রেনে জোর করে ভারতীয় পড়ুয়াদের আটকে রাখা হচ্ছে। রাশিয়ার এই দাবি নস্যাৎ করল দিল্লি। বিদেশ মন্ত্রকের দাবি, ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে, এই ধরণের কোনও তথ্য মেলেনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'আমরা ভারতীয় কোনও পড়ুয়াকে আটকে রাখার কোনও খবর পাইনি। খারকিভ এবং প্রতিবেশী এলাকা থেকে পড়ুয়াদের বিশেষ ট্রেনে করে দেশের পশ্চিমাঞ্চলে নিয়ে যেতে ইউক্রেন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।'
এর আগে রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল যে, রুশ আগ্রাসনের সামনে ভারতীয় পড়ুয়াদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে ইউক্রেন। ভারতীয় পড়ুয়াদের জোর করে আটকে রাখছে ইউক্রেন। এমন জায়গা দিয়ে তাঁদের যেতে বলা হচ্ছে, যেখানে লড়াই চলছে বলে দাবি করেছে ক্রেমলিন। বিবৃতিতে ক্রেমলিনের তরফে বলা হয়, 'ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে রাশিয়ার সামরিক বাহিনী। আমাদের বিমান বা ভারতের বিমানের মাধ্যমে তাঁদের রাশিয়ার ভূখণ্ড থেকে দেশে ফেরানো হবে। যেমনটা ভারত প্রস্তাব দেবে, সেভাবেই তাঁদের ফেরত পাঠানো হবে।'
আরও পড়ুন- মোদী-পুতিন ফোনালাপ, ইউক্রেন ‘জোর’ করে কিয়েভে ভারতীয়দের আটকে রাখছে- দাবি রাশিয়ার
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরিন্দম বাগচি বলেছেন যে, 'ইউক্রেনে স্থিত দূতাবাস আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহযোগিতায় বহু ভারতীয় পড়ুয়া বুধবার খারকিভ ছেড়েছে। আমরা কোনও ভারতীয় পড়ুয়াকে জোর করে আটকে রাখার খবর পাইনি।' তাঁর সংযোজন, 'আমরা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে খারকিভ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে শিক্ষার্থীদের দেশের পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ করেছি।'
বাগচির কথায়, 'আমরা রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং মলদোভা সহ ওই অঞ্চলের দেশগুলির সঙ্গে কার্যকরী সমন্বয়সাধন করছি। গত কয়েকদিনে ইউক্রেন থেকে বিপুল সংখ্যক ভারতীয়কে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহায়তায় এটি সম্ভব হয়েছে, যার প্রশংসা করছে ভারত। আমরা ইউক্রেনের প্রতিবেশীদের ধন্যবাদ জানাই ভারতীয় নাগরিকদের আশ্রয় দেওয়া এবং তাদের দেশে ফেরার উড়ান ধরার সময়টুকু দেওয়ার জন্য।'
জানা যাচ্ছে যে, কয়েক হাজারকে ফিরিয়ে আনা হলেও এখনও ইউক্রেনে প্রায় ৪ হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। এদের বেশিরভাগই রয়েছেন রাশিয়া সীমান্তে ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব প্রান্তের শহরগুলিতে। বুধবারই খারকিভ সহ সংঘর্ষকবলিত ইউক্রেনের শহরগুলি থেকে ভারতীয়দের যেকোনও মূল্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দূতাবাস।
Read in English