Advertisment

সোনার গহনা কেনা-বেচায় মানতে হবে এই নিয়ম, কেন্দ্রের বড় সিদ্ধান্ত

ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি দূর করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিভাগের অতিরিক্ত সচিব নিধি খারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Briefing reporters, Nidhi Khare, Additional Secretary, Department of Consumer Affairs, said, “In consumer interest it has been decided that after 31st March, 2023 sale of gold jewellery and gold artefacts hallmarked without HUID shall not be permitted.” " />

হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর ছাড়া সোনার গহনা তৈরি এবং বিক্রির অনুমতি বন্ধ। আগামী ১ লা এপ্রিল থেকেই চালু হচ্ছে কেন্দ্রের এই নয়া নির্দেশিকা।  

Advertisment

সোনা ও গহনা কেনার নিয়মের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। পয়লা এপ্রিল থেকে পরিবর্তন হবে যারা সোনা ও গহনা ক্রয়-বিক্রয়ের নিয়ম। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে ৩১ শে মার্চ, ২০২৩ এর পর থেকে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) ছাড়া সোনার গহনা আর বিক্রি করা যাবে না। চার অঙ্ক ও ছয় অঙ্কের হলমার্কিং নিয়ে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি দূর করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিভাগের অতিরিক্ত সচিব নিধি খারে।

নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে ১ এপ্রিল,২০২৩ থেকে৷ শুধুমাত্র ছয় সংখ্যার আলফানিউমেরিক হলমার্কিং সোনার গহনা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বৈধ হবে। এটি ছাড়া স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বিক্রি হবে না। একই সঙ্গে অঙ্কের হলমার্কিং সম্পূর্ণ বন্ধ করা হবে বলেও জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে উপভোক্তা বিভাগের অতিরিক্ত সচিব নিধি খারে বলেছেন, “ক্রেতাদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ মার্চ, ২০২৩-এর পরে, HUID হলমার্ক ছাড়া সোনার গহনা এবং সোনার শিল্পকর্ম বিক্রি নিষিদ্ধ করা হবে। আগে HUID হত চার অঙ্কের। এখন পর্যন্ত উভয় HUID (চার থেকে এবং ছয় সংখ্যা) বাজারে ব্যবহৃত হয়। আমরা ক্রেতা স্বার্থে জানাচ্ছি আগামী ৩১ মার্চের পরে, শুধুমাত্র ছয় সংখ্যার আলফানিউমেরিক কোডের অনুমতি দেওয়া হবে। তা ছাড়া কোন সোনার গহনা ক্রয়-বিক্রয় করা যাবে না"।

Gold
Advertisment