Advertisment

International Day Against Drug Abuse and Illicit Trafficking: জনবহুল জায়গায় ধূমপানে শাস্তি সোনারপুরে

‘‘ফুটবল খেলুন, মাদক ছাড়ুন’’ শ্লোগান ছিল, ছিল ফুটবল নিয়ে কসরৎও। এসব নিয়ে এলাকাবাসীর যখন দিল খুশ, তখনই সোনারপুর পুলিশ জানিয়ে দিল, এবার থেকে জনবহুল জায়গায় ধূমপান করলে গুণতে হবে জরিমানা।

author-image
IE Bangla Web Desk
New Update
Anti Drug Rally organised by sonarpore police (Photo- Feroz Ahmed)

সোনারপুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী মিছিলে ফুটবল নিয়ে কসরৎ (ফোটো- ফিরোজ আহমেদ)

জনবহুল জায়গায় ধূমপান করলে এবার থেকে জরিমানা হবে সোনারপুরে। মাদক বিরোধী দিবসে এ কথা জানিয়ে দিল সোনারপুর পুলিশ।

Advertisment

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার অভিনব প্রচার মিছিল বের করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দেয় সোনারপুর থানার পুলিস। বিশ্বকাপ ফুটবলের জমাটি মরশুমে ‘ফুটবল খেলুন, মাদক ছাড়ুন’- শ্লোগান সামনে রেখে মাদক বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলের শুরুতে দক্ষ এক ফুটবলারের বিভিন্ন কৌশল প্রদর্শন এলাকার মানুষের নজর কাড়ে। মিছিল দেখতে ভিড় জমান বহু মানুষ।

সোনারপুর থানার উদ্যোগে এই মিছিলে হাজির ছিলেন বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও ফিরদৌসি বেগম। ছিলেন পুরপ্রধানও। থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনারপুর পাওয়ার হাউস হয়ে ফের ফিরে আসে সোনারপুর থানার সামনে। সেখানে মাদকবিরোধী সভাতেই পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়, সোনারপুরের জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা দিতে হবে।

police Football
Advertisment