Advertisment

'সন্ত্রাসবাদকে প্রশয় দিলে কোন আলোচনা নয়', পাকিস্তানকে বেনজির হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

গত মাসে পুঞ্চে একটি সেনা ট্রাকে জঙ্গি হামলায় পাঁচজন সেনা জওয়ান নিহত হন

author-image
IE Bangla Web Desk
New Update
Defence Minister Rajnath Singh tests Covid-19 positive

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' আমলে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

সন্ত্রাসবাদকে প্রশয় দিলে পাকিস্তানের সঙ্গে কোন আলোচনা নয়। সরাসরি সাম্প্রতিক জঙ্গি হানা নিয়ে পাকিস্তানকে তুলোধোনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার বলেছেন, 'ভারত বিরোধী শক্তিগুলি "আমাদের অগ্রগতি, শক্তি এবং সাহস দেখে ভীত-সন্ত্রস্ত। ভারতের সঙ্গে সামনা সামনি লড়াইয়ের সাহস বা শক্তি কোনটাই তাদের নেই। সেইজন্য তারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে।

Advertisment

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "আমরা ছত্রপতি শিবাজি এবং মহারানা প্রতাপের মতো মহান ব্যক্তিত্বের কাছ থেকে শিখেছি যারা আমাদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে,"। তিনি যোগ করেছেন যে 'দেশের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদ মোবাকিলায় পুরোপুরি সক্ষম এবং প্রস্তুত। প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন মাত্র কয়েকদিনের ব্যবধানে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ১০ সেনা জওয়ানের মৃত্যু হয়।

গত মাসে পুঞ্চে একটি সেনা ট্রাকে জঙ্গি হামলায় পাঁচজন সেনা জওয়ান নিহত হন। সেই সঙ্গে এই মাসের শুরুর দিকে, রাজৌরির কান্দি বনাঞ্চলে সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়। এরপর তড়িঘড়ি কাশ্মীর সফরে যান রাজনাথ সিং। এর মাঝেই গত মাসে, সিং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর বৈঠকে সদস্য দেশগুলিকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করতে এবং এই ধরনের কার্যকলাপ রুখতে সব ধরণের সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়।

রাজনাথ সিং এদিনের ভাষণে আরও বলেন, “আজ, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। সন্ত্রাসবাদ রুখতে ইতিমধ্যেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশ এখন সম্পুর্ণ ভাবে নিরাপদ,”। তিনি যোগ করেছেন যে উরি এবং পুলওয়ামা ঘটনার পরে, ভারতীয় সশস্ত্র বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক এবং বিমান হামলার মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্তিশালী বার্তা দিয়েছে। ভারত সীমান্তের ভিতরে এবং ওপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং নির্মূল করতে প্রস্তুত।

সীমান্ত নিরাপত্তা, সাধারণের নিরাপত্তা এবং ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, দেশ যাতে সন্ত্রাসবাদ থেকে সম্পুর্ণ সুরক্ষিত থাকে এবং বিদ্যুৎ গতিতে সব ক্ষেত্রে এগিয়ে যায় সে জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অভূতপূর্ব গতিতে উন্নয়নের পথে বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত।

rajnath singh
Advertisment