Advertisment

পাঞ্জাবে বন্ধ ট্রেন চলাচল, সড়ক পথেই জম্মু-কাশ্মীরে শীতকালীন সামগ্রী মজুত সেনার

নয়া কৃষি আইনের বিরোধীতায় উত্তাল পাঞ্জাব। গত ৫০ দিনের বেশি সময় ধরে সে রাজ্য দিয়ে ট্রেন চলাচল বন্ধ। অবরোধে কৃষকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নয়া কৃষি আইনের বিরোধীতায় উত্তাল পাঞ্জাব। রেল লাইনে ধর্নায় বসেছেন কৃষকরা। এক মাসেরও বেশি সময় ধরে পাঞ্জাব দিয়ে ট্রেন চলাচল বন্ধ। এদিকে জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় পণ্য যোগানের অন্যতম রাস্তা এই রেলপথ। বেগতিক বুঝে তাই ট্রেনের বদলে সড়ক পথেই নর্দান ফ্রন্টিয়ারের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, অক্টোবরেই জম্মু-কাশ্মীর-লাদাখে কর্মরত জাওয়ান ও সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জন্য মজুতদারি সম্পন্ন হয়েছে। এরপর প্রয়োজন হলে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে উপত্যকায় সেনার দরকারি পণ্য পৌঁছান হবে।

Advertisment

ভারতীয় সেনার এর সিনিয়ার অফিসারের কথায়, রেল অবরোধ ভারতীয় সেনাকে সেভাবে ধাক্কা দিতে পারেনি। উপত্যকায় বাহিনীর প্রয়োজনীয় সামগ্রী ইতিমধ্যেই মজুত করা হয়ে গিয়েছে। কোভিডের কারণে আগে থেকেই ওই পথে ট্রেন চলবাচল ব্যহত হয়েছে। তাই সড়ক পথেই জম্মু-কাশ্মীরে সেনার সামগ্রী মজুতদারির জন্য বেছে নেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াস মোর জানিয়েছেন, 'শীতের মজুতদারি সম্পন্ন। খাবার সামগ্রী এবং পোশাক ইত্যাদি সেখানে পর্যাপ্ত সংক্ষিপ্ত মজুত রয়েছে যা প্রয়োজন অনুসারে স্থানান্তরিত হয়। এটা অত্যন্ত শৃঙ্খলিত একটি প্রক্রিয়া। সড়ক পথেই এি মজুতদারি হয়েছে। অক্টোবরের শেষ থেকেই উপত্যকাগামী পথে বরফ পড়তে শুরু করে। প্রয়োজন পড়লে আকাশ পথে মজুতদারি হবে।'

রেলের এক সিনিয়ান অফিসারের কথায়, গত ৫০ দিনে কৃষকদের অবরোধের ফলে পাঞ্জাবেবর মধ্যে দিয়ে সেনার সামগ্রী বোঝাই বেশ কয়েকটি ট্রেন চলাচলে দেরি হয়েছে। সেনার সঙ্গে রেল আধিকারিকদের যোগাযোগ রয়েছে। সেনার তরফে বলা হয়েছে জম্মু-কাশ্মীরে বাহিনীর প্রয়োজনীয় সামগ্রী মোতায়েন করা হয়ে গিয়েছে। কৃষক অন্দোলনের জেরে গত কয়েক দিনে ১৫-২০টি সেনার সামগ্রী বোঝাই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তবে, সেগুলি স্পেশাল ট্রেন ছিল না, সেনার সাধারণ পণ্য তাতে মজুত ছিল বলে দাবি রেলের অফিসারের।

Advertisment

অন্য এক রেল কর্তা জানিয়েছেন, এই অবরোধ হওয়ার সময় পর্যন্ত ওি পথে স্পেশাল ট্রেন চালানোর কোনও দাবি সেনা করেনি। সেনার প্রয়োজনে পাঞ্জাবের মধ্যে দিয়ে ট্রেন চলাতে রেল প্রস্তুত বলে জানানো হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment