২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি নর্ডহাউস এবং পল এম রোমার। বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল উন্নয়ন নিয়ে গবেষণা করায় এই সম্মানে ভূষিত হলেন দুই অর্থনীতিবিদ। সোমবার এমনটাই জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
জলবায়ু পরিবর্তনের পেছনে রসায়ন এবং পদার্থবিদ্যার পাশাপাশি অর্থনীতিও যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, গবেষণায় সে বিষয়টিই তুলে ধরেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা অর্থনীতিবিদ নর্ডহাউস। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল এম রোমার ব্যাখ্যা করেছেন কী ভাবে নতুন নতুন ধারণা দীর্ঘমেয়াদি আর্থিক বৃদ্ধিতে সহায়ক হয়।
উল্লেখ্য, অর্থনীতির সর্বোচ্চ সম্মানকে নোবেল পুরস্কার বলা যায় না। এর পোশাকি নাম- সভেরিজেস রিক্সব্যাঙ্ক সম্মান। নোবেল কর্তৃপক্ষের ওয়েবসাইটেই এর উল্লেখও রয়েছে। কারঁ, আলফ্রেড নোবেল ১৯০১ সালে যখন নোবেল সম্মান দেওয়া শুরু করেন, সে সময় চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতেই কেবল এই সম্মান প্রদানের রেওয়াজ ছিল। ১৯৬৮ সালে প্রথম অর্থনীতিতে পুরষ্কার দেওয়া শুরু করে নোবেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৭ সালে আচরণগত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মান পেয়েছিলেন রিচার্ড এইচ থ্যালার।