Advertisment

মোদী-অভিজিৎ বহু প্রতীক্ষিত সাক্ষাৎ, নোবেলজয়ীকে কী বললেন প্রধানমন্ত্রী?

বিভিন্ন বিষয়ে বাঙালি নোবেলজয়ীর সঙ্গে কথা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মোদী লিখেছেন, ‘‘খুব ভাল আলোচনা হয়েছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Nobel Laureate Abhijit Banerjee, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মোদী-অভিজিৎ বৈঠক, pm narendra modi, nobel winner abhijit banerjee, abhijit, modi, মোদি, অভিজিত

মোদী-অভিজিৎ সাক্ষাৎ। ছবি: টুইটার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ীর সঙ্গে এদিন বৈঠকের ছবি নিজেই টুইট করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বিষয়ে বাঙালি নোবেলজয়ীর সঙ্গে কথা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মোদী লিখেছেন, ‘‘খুব ভাল আলোচনা হয়েছে’’।

Advertisment

টুইটারে কী লিখেছেন নরেন্দ্র মোদী?
টুইটারে মোদী লিখেছেন, ‘‘নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। মানব ক্ষমতায়নে তাঁর যে প্যাশন রয়েছে সেটা স্পষ্ট দেখা যায়। খুব ভাল আলোচনা হয়েছে। ভারত ওঁর জন্য গর্বিত। আগামী দিনের জন্য ওকে অনেক শুভেচ্ছা’’।

আরও পড়ুন: ছেলের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য নোবেল জয়ী অভিজিতের মায়ের

উল্লেখ্য, নোবেল জয়ের পর থেকেই গেরুয়াশিবিরের একাংশের রোষের মুখে পড়েন অভিজিৎ। ক’দিন আগে অভিজিৎকে বামপন্থী বলে আক্রমণ করেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী পীযূষ গোয়েল। যা নিয়ে উত্তাল হয় জাতীয় রাজনীতি। অন্যদিকে, মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচক হিসেবে পরিচিত নোবেলজয়ী অভিজিৎ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নোট বাতিল নিয়ে সরব হতে দেখা গিয়েছে অভিজিতকে। যার জেরেই পদ্মবাহিনীর রোষের মুখে তাঁকে পড়তে হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। এই আবহে মোদীর সঙ্গে অভিজিতের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Read the full story in English

PM Narendra Modi
Advertisment