Advertisment

Elvish Yadav arrest: বিদেশি মেয়েদের সাপের বিষ পাচার! Bigg Boss জয়ী বিখ্যাত ইউটিউবার পুলিশের জালে

Snake venom recovered: পুলিশ ঘটনায় ২০ মিলিলিটার সাপের বিষ, পাঁচটি কোবরা, একটি অজগর, দুটি দুই মাথাওয়ালা সাপ এবং একটি ব়্যাটেল স্লেক উদ্ধার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Elvish Yadav arrest, Snake Venom

Elvish Yadav arrest-Snake Venom: বিগবস খ্যাত ইউটিউবার এলভিশ যাদব। (ভিডিও স্ক্রিনগ্র্যাব)

Noida police arrest Bigg Boss winner Elvish Yadav: বিগ বস বিজয়ী এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। এলভিশ যাদবের বিরুদ্ধে সাপের বিষ এবং জীবন্ত সাপ নিয়ে ভিডিও শুট করা এবং এনসিআরে রেভ পার্টির আয়োজন করার অভিযোগ রয়েছে। এলভিশের সঙ্গে এই মামলায় আরও পাঁচজন অভিযুক্ত। আর, সেই কারণেই নয়ডা পুলিশ রবিবার ইউটিউবার এবং বিগ বস ওটিটি ২ জয়ী এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় রাজধানী দিল্লিতে আয়োজিত রেভ পার্টিতে সাপের বিষ বিক্রির অভিযোগ এনেছে দিল্লি পুলিশ।

Advertisment

এই ব্যাপারে বিজেপির সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধী পরিচালিত একটি এনজিও, 'পিপল ফর অ্যানিম্যালস'-এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ ২০২৩ সালের নভেম্বরে নয়ডার সেক্টর ৫১-এর শেভরন ব্যাঙ্কোয়েট হল থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছিল। এফআইআরে যাদবকে অভিযুক্তদের একজন হিসেবে দেখানো হয়েছিল কিন্তু, সেই সময় এলভিশ যাদবকে গ্রেফতার করা হয়নি। পুলিশ দুইবার এই বিগ বস বিজয়ীকে জিজ্ঞাসাবাদ করেছে। আর, তাদের থেকে প্রমাণ সংগ্রহ করেছে। নয়ডার অতিরিক্ত ডিসিপি মনীশকুমার মিশ্র গ্রেফতারের পরেই সংবাদমাধ্যমকে জানান, এলভিশ যাদবকে শীঘ্রই আদালতে হাজির করা হবে।

পশুকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা 'পিপল ফর অ্যানিম্যালস'-এর কর্তা গৌরব গুপ্তার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ডিসিপি বলেন, 'আমরা জানতে পেরেছি যে এলভিশ যাদব নামে একজন ইউটিউবার অন্য গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নয়ডা এবং এনসিআরের খামারবাড়িতে সাপের বিষ এবং জীবন্ত সাপের ভিডিও শুট করেছেন। ইউটিউবার বেআইনিভাবে রেভ পার্টিরও আয়োজন করেছেন। এই ধরনের অনুষ্ঠানে বিদেশি মেয়েদের নিয়মিত ডেকে সাপের বিষ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হত।'

আরও পড়ুন- ক’দিন পরেই লোকসভা ভোট, আপনার প্রয়োজনীয় বিস্তারিত বিষয়গুলো জেনে নিন এখানেই

পুলিশ ঘটনায় ২০ মিলিলিটার সাপের বিষ, পাঁচটি কোবরা, একটি অজগর, দুটি দুই মাথাওয়ালা সাপ এবং একটি ব়্যাটেল স্লেক উদ্ধার করেছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে, জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো নমুনায় ক্রাইটের বিষ পাওয়া গেছে। এফআইআরটি নয়াদিল্লির সেক্টর ৪৯ থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) আর বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের ৯, ৩৯, ৪৮এ, ৪৯, ৫০ এবং ৫১ ধারায় করা হয়েছে।

Bigg Boss Arrest Snake Bite
Advertisment