উত্তরে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। রবিবার প্রবল বৃষ্টির মধ্যে উত্তরাখণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পার্বত্য রাজ্যে ইতিমধ্যেই 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ১৩ জুলাই পর্যন্ত সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ভারতের আবহাওয়া দফতর(IMD) সোমবার পশ্চিম হিমালয় অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশে বিচ্ছিন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুসারে, পশ্চিম মধ্যপ্রদেশের একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।
সপ্তাহান্তে অবিরাম বৃষ্টির কারণে উত্তর ভারতে্র একাধিক স্থানে ভুমিধস ও প্রবল বৃষ্টিপাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই-সূত্রে জানা গিয়েছে রবিবার প্রবল বৃষ্টির মধ্যে উত্তরাখণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। পার্বত্য রাজ্যের প্রশাসনের তরফে রাজ্যজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ১৩ জুলাই পর্যন্ত সমস্ত জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কারণ আগামী কয়েক দিনে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, জম্মু-শ্রীনগর মহাসড়কের ধস নামার কারণে সোমবার টানা তৃতীয় দিনের জন্য জম্মু থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে, কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন। শুক্রবার ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের কারণে যাত্রা স্থগিত করা হয়।
হিমাচলে ভারী বর্ষণের কারণে প্রায় সব জেলা় ক্ষতির মুখে পড়েছে। হিমাচলের সাত জেলায় লাল সতর্কতা এবং তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় হড়পা বান এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। হিমাচলের বৃষ্টিতে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে, জবলপুরের নর্মদা নদীতে চারজন আটকে পড়েছেন বলেএকটি সরকারী বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বৃষ্টিপাতে দিল্লি এবং চণ্ডীগড় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
উত্তর ভারতে প্রবল বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির পর্যালোচনায় প্রধানমন্ত্রী মোদীর জরুরি বৈঠক। পিএমওর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সিনিয়র মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্থানীয় প্রশাসন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)টিমকে ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুততার ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর ভারতের অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকার্যে এগিয়ে আসার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি প্রবল বৃষ্টি ও ভুমিধসের কারণে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এক টুইট বার্তায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং অন্যান্য উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আমি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি” ।