/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-221.jpg)
পুলিশ সূত্রে খবর, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের আগে এক গুরুদ্বারে একটি সমাবেশে ভাষণ দেন, তারপর তিনি আত্মসমর্পণ করেন।
এক মাসেরও বেশি সময় ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। আজ সকালে পাঞ্জাবের মোগায় আত্মসমর্পণ করেছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী পলাতক অমৃতপাল সিং। অমৃতপাল সিং আত্মসমর্পণের আগে মোগা জেলার এক গ্রামের একটি গুরুদ্বারে এক সমাবেশে ভাষণ দেন। আত্মসমর্পণের আগে, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী এই নেতা বলেন, "এখানেই শেষ নয়"।
Fugitive radical preacher Amritpal Singh arrested from Punjab's Moga, says police
— Press Trust of India (@PTI_News) April 23, 2023
পুলিশ সূত্রে খবর, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের আগে এক গুরুদ্বারে একটি সমাবেশে ভাষণ দেন, তারপর তিনি আত্মসমর্পণ করেন। তাকে পাঞ্জাব পুলিশ আজ সকালে মোগা থেকে গ্রেফতার করে। সম্ভবত আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হতে পারে এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে অমৃতপাল সিং মোগার রোদেওয়াল গুরুদ্বারে একটি সমাবেশে ভাষণ দিচ্ছেন।
#WATCH | Punjab: Waris Punjab De's #AmritpalSingh brought to Air Force Station, Bathinda by Punjab Police. He was arrested from Moga earlier this morning. pic.twitter.com/mbjziJEb3N
— ANI (@ANI) April 23, 2023
অন্যদিকে পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিংয়ের গ্রেফতারের পর জনগণকে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কোনরকম গুজব না ছড়ানোর আবেদন করেছেন।
#WATCH | Earlier visuals of Waris Punjab De's #AmritpalSingh at Gurudwara in Moga, Punjab.
He was arrested by Punjab Police from Moga this morning and is likely to be shifted to Dibrugarh, Assam. pic.twitter.com/2HMxTr50s7— ANI (@ANI) April 23, 2023
পাঞ্জাব পুলিশের আইজিপি সুখচাইন সিং গিল, রবিবার সকাল ১০টায় চণ্ডীগড়ে পাঞ্জাব পুলিশ সদর দফতরের সকাল ১০ টায় এক সাংবাদিক সম্মেলন ডেকেছেন। অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে লন্ডনে পালানোর চেষ্টা করার সময় অমৃতসর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার তিন দিন পর আত্মসমর্পণ করেন এই খালিস্তানি নেতা।
"#AmritpalSingh arrested in Moga," tweets Punjab Police; urges people to maintain peace & harmony and not share any fake news. pic.twitter.com/KErpWy9DoS
— ANI (@ANI) April 23, 2023
অমৃতপালকে ধরতে গত ১৮ ই মার্চ থেকে পাঞ্জাব পুলিশ অভিযান জারি রাখে। অবশেষে আজ সকালে এল সাফল্য। 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের একাধিক সদস্যকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অমৃতপাল সিং,কে ভাটিন্ডা থেকে ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে। ভাটিন্ডা বিমানবন্দরে তার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং একজন চিকিৎসকে অমৃতপালের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর অমৃতপাল সিংকে ডিব্রুগড় জেলে নিয়ে যাওয়া হবে।