পাঁচ রাজ্যের ভোটের ফলে নোটার জয়জয়কার

৫ রাজ্যের মধ্যে ছত্তীসগড়ের ৯০টি আসনে ২.১ শতাংশ ভোট পেয়েছে নোটা, যা সর্বোচ্চ। এমনকি, এনসিপি, সপা, সিপিআই-সহ ৭টি দলের থেকেও বেশি ভোট পেয়েছে নোটা।

৫ রাজ্যের মধ্যে ছত্তীসগড়ের ৯০টি আসনে ২.১ শতাংশ ভোট পেয়েছে নোটা, যা সর্বোচ্চ। এমনকি, এনসিপি, সপা, সিপিআই-সহ ৭টি দলের থেকেও বেশি ভোট পেয়েছে নোটা।

author-image
IE Bangla Web Desk
New Update
nota, নোটা

ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও তেলঙ্গানার ভোটের ফলে নোটার প্রাপ্ত ভোট কমপক্ষে ৮.৪৪ লক্ষ। প্রতীকী ছবি।

ভোটযুদ্ধের আগে ইনি প্রচারও সারেন না। ভোটে জেতার জন্য রাজনৈতিক নেতাদের মতো ইনি প্রতিশ্রুতিও দেন না। নির্বাচনের আগে ইনি কোনও ইস্তাহার প্রকাশ করেন না। বাকি রাজনৈতিক দলগুলোর মতো ওঁর কোনও প্রতীক নেই। তবুও তিনিই বাজিমাত করছেন ব্যালট বক্সে। এত রাজনৈতিক নেতার ভিড়েও তাঁকেই বেশি পছন্দের আজকের আম-আদমির। হ্যাঁ, ঠিক ধরেছেন, নোটার কথাই হচ্ছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলেও ঝোড়ো ইনিংস খেলেছেন এই নোটা।

Advertisment

ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও তেলঙ্গানার ভোটের ফলে নোটার প্রাপ্ত ভোট কমপক্ষে ৮.৪৪ লক্ষ। ভোটের হিসেব বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ৫ রাজ্যের মধ্যে ছত্তীসগড়ের ৯০টি আসনে ২.১ শতাংশ ভোট পেয়েছে নোটা, যা সর্বোচ্চ। এমনকি, এনসিপি, সপা, সিপিআই-সহ ৭টি দলের থেকেও বেশি ভোট পেয়েছে নোটা। যা দেখে স্পষ্ট যে, আজকের প্রজন্মের ঝোঁক নোটাতেই।

আরও পড়ুন, Assembly Election Results 2018 Live: ৩-০ স্কোরের দিকে তাকিয়ে কংগ্রেস

অন্যদিকে, শতাংশের নিরিখে ছত্তীসগড়ে নোটা এগিয়ে থাকলেও, সংখ্যার বিচারে এগিয়ে মধ্যপ্রদেশ। সে রাজ্যে নোটা পেয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ৩৪২ ভোট। মধ্যপ্রদেশে নোটার ভোটের হার ১.৫ শতাংশ। সংখ্যার বিচারে মধ্যপ্রদেশের পরেই বেশি নোটা পেয়েছে তেলঙ্গানা। সেখানে নোটার প্রাপ্ত ভোট ২ লক্ষ ৩ হাজার ১১২। দক্ষিণের ওই রাজ্যে মোট ভোটের ১.১ শতাংশ নোটা।

Advertisment

যদিও মিজোরাম ও রাজস্থানে সেভাবে নোটার প্রভাব পড়েনি। মিজোরামে নোটার প্রাপ্ত ভোট ২,৮১৭। সেখানে নোটার ভোটের হার ০.৫ শতাংশ। রাজস্থানে এই সংখ্যাটা একটু বেশি। মরুরাজ্যে নোটার প্রাপ্ত ভোট ৪৩ হাজার ৮৪৪। রাজস্থানে নোটার হার ১.৩ শতাংশ।

Read the full story in English

national news