স্কুলের পাঠ্যবইতে কেন্দ্রের নোটবন্দির উল্লেখ না রাখার সিদ্ধান্ত নিল রাজস্থানের রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠক্রম থেকে বাদ পড়বে নোটবন্দি সংক্রান্ত অধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসারা।
"বিমুদ্রাকরণ আদতে একটি অসফল পরীক্ষা। নোটবন্দির পেছনে তিনটি মূল কারণ দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, সন্ত্রাসবাদ নির্মূল করা, দুর্নীতি দূর করা এবং কালো টাকা ফিরিয়ে নেওয়া। মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেছে শুধু। এসব উদ্দেশ্যের একটিও সফল হয়নি। ১০ হাজার কোটি টাকার বোঝা চাপিয়ে দিয়েছে দেশের ওপর", বললেন দোতাসারা।
২০১৭ সালে রাজস্থানের ততকালীন বিজেপি সরকার দ্বাদশ শ্রেণির পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছিল বিমুদ্রাকরণকে। রাতারাতি দেশ থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে পাঠ্যবইয়ে 'ঐতিহাসিক' এবং 'কালো টাকার বিরুদ্ধে অভিযান' হিসেবে বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুন, পাঠ্যবইয়ে ‘সাভারকরকে নিয়ে গর্ব নয়’: রাজস্থান শিক্ষা দফতরের নির্দেশ
সোমবার রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাশ্রা বলেন, ঐতিহাসিক তথ্যপ্রমাণ রয়েছে যে ব্রিটিশ শক্তির প্রতি আনুগত্য দেখিয়েছিলেন দামোদর সাভারকর। তা সত্ত্বেও সাভারকরের বিশেষ স্তুতি গেয়েছে প্রাক্তন বসুন্ধরা রাজে সরকার, অভিযোগ শিক্ষামন্ত্রীর।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন পাঠ্যবই পর্যালোচনার জন্য নির্মিত কমিটি সিদ্ধান্ত নেবে নতুন শিক্ষাবর্ষে রাজস্থান পর্ষদের পাঠক্রমে কী ভাবে বর্ণনা করা হবে সাভারকরকে।
দোতাশ্রার অভিযোগ প্রাক্তন বিজেপি সরকার রাজ্যের শিক্ষা দফতরকে আর.এস.এস-এর গবেষণাগার বানিয়ে ফেলে দীনদয়াল উপাধ্যায়, বিনায়ক দামোদর সাভারকরের মতো ব্যক্তিত্বকে গৌরবান্বিত করার করত।
Read the full story in English